বিষয়বস্তুতে চলুন

মোবাশশির হোসেন

এই সম্পাদক একজন প্রশিক্ষণরত সম্পাদক এবং প্রশিক্ষণরত সম্পাদকের রিবন প্রদর্শনের যোগ্য।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার সহপ্রকল্পসমূহ উইকিপিডিয়া থেকেও দামী

বর্তমানে, এই সম্পাদক প্রশিক্ষণরত সম্পাদক কর্ম পদক অর্জন করেছেন।

পরবর্তী স্তর, প্রশিক্ষিত সম্পাদক, এ যেতে তাকে সম্পাদনার শর্ত পূরণ করতে হবে।
পরবর্তী স্তরে যেতে অগ্রগতি (সম্পাদনা অনুযায়ী): [ ১০০০ / ২০০০ ]

৫০% সম্পন্ন

  

আমার ব্যবহারকারী পাতায় স্বাগতম। আমি একজন উইকিপিডিয়ান। আমি ৩০০০ এর অধিক সম্পাদনা করেছি।

এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হিসেবে গর্ববোধ করে।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন  বছর, ১ মাস ও ৯ দিন
এই ব্যবহারকারী একজন মুসলিম
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী একজন ছাত্র
উইকিপিডিয়া:হটক্যাটএই ব্যবহারকারী বিষয়শ্রেণী যুক্ত করার কাজে হটক্যাট ব্যবহার করেন।
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
২,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ২,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারীর প্রিয় ব্যক্তিত্ব হজরত মুহাম্মাদ (সা.)
Wikipedia:Twinkleএই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধ করেন !
এই ব্যবহারকারী টুইংকল এর সঙ্গে সাম্প্রতিক পরিবর্তনসমূহের একজন টহলদানকারী !
এই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে রিপোর্ট করে !
এই ব্যবহারকারী টুইংকল ব্যবহার করে উইকিপিডিয়ার উপর নজর রাখছেন!
এই ব্যবহারকারী
একজন বিরিয়ানি পাগল।
এই ব্যবহারকারী বাংলা উইকিসংবাদের একজন সক্রিয় অবদানকারী।
এই ব্যবহারকারী যথেষ্ঠ
জ্ঞানী!
'
Face-smile
এই ব্যবহারকারী উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একজন!
জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪এই ব্যবহারকারী জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪ এ অবদান রেখেছেন।
উইকিপত্রিকাএই ব্যবহারকারী উইকিপত্রিকায় ২টি প্রতিবেদন তৈরি করেছেন।
এই সম্পাদক একজন
প্রশিক্ষণরত সম্পাদক
এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য।













প্রাপ্ত সম্মাননা

উইকি সংবাদ

জানুয়ারি মাসের সক্রিয় অবদানের জন্য কৃতজ্ঞতা পত্র

সুপ্রিয় Md Mobashir Hossain,
বাংলা উইকিসংবাদে আপনার মূল্যবান অবদানগুলির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এখানে সময় কাটাতে আপনি আনন্দ উপভোগ করছেন। আপনার প্রচেষ্টার ফলে গত মাসটি বাংলা উইকিসংবাদের জন্য একটি সক্রিয় মাস ছিল। আপনার এই নিষ্ঠা আমাদের অনুপ্রাণিত করে, এবং আমরা আশা করি আপনি ভবিষ্যতেও আপনার অবদান অব্যাহত রাখবেন।

"আমাদের একত্রিত প্রচেষ্টা বাংলা উইকিসংবাদের ভবিষ্যৎ নির্মাণ করে। আপনার অবদান সেই ভিত্তিকে আরও দৃঢ় করছে।"

-- Asked42 (talk) 08:43, 1 February 2025 (UTC)

ফেব্রুয়ারি মাসের সক্রিয় অবদানের জন্য কৃতজ্ঞতা

সুপ্রিয় Md Mobashir Hossain,
এই ফেব্রুয়ারি মাসেও বাংলা উইকিসংবাদে আপনার ধারাবাহিক সম্পাদনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার অবদানের ফলে এই মাসটি বাংলা উইকিসংবাদ পরীক্ষা উইকির জন্য এক সক্রিয় মাস ছিল। আশা করি, ভবিষ্যতেও আপনার মূল্যবান সম্পাদনা অব্যাহত থাকবে। শুভেচ্ছা।

-- Asked42 (talk) 08:51, 1 March 2025 (UTC)

উইকিপিডিয়া

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
গত কয়েকমাসে যে কয়েকজন নতুন সম্পাদক আমার মনযোগ আকর্ষণ করেছে আপনি তার মধ্যে একজন। চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৩, ২২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)

উইকিপত্রিকা

আপনার জন্য একটি উইকিপদক

উইকিপত্রিকা উইকিপদক
উইকিপত্রিকার এবারের সংখ্যার সংবাদে আপনাকে সাধ্যমতো সাহায্য করতে দেখা গেছে, তাই এই উইকিপদক। মেহেদী আবেদীন ১৮:০৯, ৮ মার্চ ২০২৫ (ইউটিসি)

তৈরিকৃত নিবন্ধ

সব দেখুন

প্রণীত নিবন্ধ

প্রিয় জীবনী

ক্যাশে শোধন

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৪টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছগীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার "অভিলাষ" কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। ১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। ১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ছবি

ক্যাশে শোধন
আজকের নির্বাচিত ছবি

লাল-সবুজ ম্যাকাওর চোখ।
সংগ্রহশালা আরো নির্বাচিত চিত্র

নির্বাচিত আয়াত


۞ قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ


[সূরা আজ-জুমার ৩৯:৫৩]


বাংলা অনুবাদ:

হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

۞ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ ٱلْمَوْتِ ۖ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدْخِلَ ٱلْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ إِلَّا مَتَـٰعُ ٱلْغُرُورِ

[সূরা আলে ইমরান ৩:১৮৫]

বাংলা অনুবাদ: প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে। যে কেউ জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই সফলকাম। দুনিয়ার জীবন শুধুই ধোঁকার সামগ্রী।

উপপাতা সমূহ

উইকিগোয়েন্দা