ব্যবহারকারী:Karim Al Zahin

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

করিম আল জাহিন

পিতা - খুরশীদুজ্জামান আহমেদ

পেশা- প্রধান শিক্ষক, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ।

মাতা - সাজমুন নাহার

পেশা- শিক্ষিকা, মদনপুর বৈরাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জন্ম- ২০০১ সালের ২১শে মার্চ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় ।

সাবেক মুক্তিযুদ্ধের সংগঠক , সাবেক সংসদ সদস্য ও উত্তরবঙ্গের কৃতি সন্তান আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ তার দাদা। পড়াশোনার হাতেখড়ি হয় কালিগঞ্জ করিম উদ্দিন কিন্ডার গার্টেনে প্লে গ্রুপে পড়ার মাধ্যমে। প্রাথমিক শিক্ষা শেষ হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মদনপুর বৈরাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে জিপিএ ৫ পেয়ে। এরপরে ১ বছর ক্যাডেট কলেজ ভর্তির জন্য SCAFE এ থাকে। সেখান থেকে ভর্তি পরীক্ষা দিয়েই ২০১৩ সালে সপ্তম শ্রেনিতে ভর্তি হয় কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে ক্যাডেট কলেজে চান্স পেলে সে বছর মার্চেই ভর্তি হয় বরিশাল ক্যাডেট কলেজে। তারপর সেপ্টেম্বর মাসে ট্রান্সফার হয়ে আসে রংপুর ক্যাডেট কলেজে । সেখান থেকে ২০১৪ সালে JSC ও ২০১৭ সালে SSC পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পড়া শুরু করে