ব্যবহারকারী:Kamalaga/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেট:সুডোকু সুডোকু, (数独, একটি সংখ্যা) যা মূলত সংখ্যা স্থাপন নামে পরিচিত ছিল, একটি যুক্তি-নির্ভর সংখ্যা স্থাপনের ধাঁধা। এই ধাঁধার মূল উদ্দেশ্য একটি ৯x৯ গ্রিড সংখ্যা দিয়ে এমন ভাবে পূর্ণ করা যাহাতে প্রতি সারি, কলাম ও নয় টি ৩x৩ উপ-গ্রিডের('বক্স','ব্লক','রিজিয়ন','উপ-বর্গ', ইত্যদিও বলা হয়ে থাকে) প্রতিটিতে একটি করে ১-৯ এর সবগুলো সংখ্যা থাকে। ধাঁধা প্রদানকারী আংশিক ভরাট গ্রিড প্রদান করে যার ফলে একটি সাজানো ধাঁধার একটি মাত্র সমাধান থাকে।

এই ধাঁধাটি ১৯৮৬ সালে জাপানি পাজল কম্পানী 'Nikoli'(নিকোলি) সুডোকু (অর্থঃ একটি সংখ্যা) নামে জনপ্রিয় করে তোলে। ২০০৫ সালে সূডোকু পুরো বিশ্বে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করে ।

ইতিহাস[সম্পাদনা]

ঊনবিংশ শতাব্দীর শেষাংশে পত্রিকায় সংখ্যার ধাঁধা ছাপা হল, যখন ফরাসী ধাঁধা নির্মাণকারীরা magic square (জাদু বর্গ) থেকে সংখ্যা অপসারণ বিষয়ক পরীক্ষা চালাচ্ছিল।Le Siècle, প্যারিসের একটি দৈনন্দিন পত্রিকা ১৯৮২ সালের ১৯শে নভেম্বর, ৩x৩ উপ-বর্গ নিয়ে গঠিত একটি আংশিক ভরাট ৯x৯ magic square(জাদু বর্গ) প্রকাশ করে।