ব্যবহারকারী:HasnatAmzad/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাসনাত আমজাদ
জন্মআমজাদ
(1960-03-12) ১২ মার্চ ১৯৬০ (বয়স ৬৪)
বাগমারা উপজেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ
পেশাবেসরকারী উন্নয়ন সংস্থায় চাকুরী
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতক সন্মান
শিক্ষা প্রতিষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয়
ধরনশিশু সাহিত্য
উল্লেখযোগ্য পুরস্কারঅগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, (১৪১৯ বঙ্গাব্দ)

হাসনাত আমজাদ (জন্ম: [[১২ মার্চ], ১৯৬০) বাংলাদেশের একজন শিশু সাহিত্যিক ও উন্নয়ন কর্মী। সাহিত্য বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৪১৯ বঙ্গাব্দে (২০১৩ সাল) শিশু একাডেমি প্রদত্ত অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার লাভ করেন। [১]

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

হাসনাত আমজাদের জন্ম রাজশাহীর বাগমারা উপজেলার খামারগ্রামে। তার পিতার নাম মোঃ লুৎফর রহমান এবং মায়ের নাম সুফিয়া বেগম। রাজশাহী শিরোইল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ হতে এইচএসসি সম্পন্ন করেছেন হাসনাত আমজাদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে স্নাতক সন্মান সম্পন্ন করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

কর্মজীবনের শুরু ১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসে বেসরকারী উন্নয়ন সংস্থা ’নিজেরা করি’তে। পরবর্তীতে আশা, এসোড, সিএসএস, ওয়েভ ফাউন্ডেশন, ইন্সটিটিউট অফ মাইক্রোফাইন্যান্স (আইএনএম), টিএমএসএসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় মাইক্রোফাইন্যান্স সেক্টরে উল্লেখযোগ্য পদে কাজ করেছেন হাসনাত আমজাদ। তিনি দেশের বাইরে চীনে দেইবাং নামক একটি সংস্থাতেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে সেন্টার ফর এ্যাকশন রিসার্চ - বারিন্দ (সিএআরবি) নামক একটি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

ছড়া ও কিশোরকবিতা
  • ‘মাঠের ছবি ঘাটের ছবি’ (২০১৩), প্রকাশক: বাংলাপ্রকাশ।
  • ‘যাই হারিয়ে ছেলেবেলায়’ (২০১৫), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।
  • ‘ভূত এসেছে বইমেলাতে’ (২০১৬), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।
  • ‘স্মৃতির ডানায় কিশোরবেলায়’ (২০১৬), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।
  • ‘যখন আমার একলা দুপুর’ (২০১৮), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।
  • নির্বাচিত কিশোরকবিতা (২০২০), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।


সমকালীন ছড়া
  • ‘দেখছি এমন কেন’ (২০১৪), প্রকাশক: বাংলাপ্রকাশ
  • ‘তেলাপোকা হবে তেলাপাখি’ (২০১৭), প্রকাশক: আদিগন্ত প্রকাশন।
গল্প
  • ‘একটা লিচু ও অন্যান্য গল্প’ (২০১৯), প্রকাশক: বটেশ্বর বর্ণন

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, (১৪১৯ বঙ্গাব্দ)
  • চট্টগ্রাম একাডেমি প্রদত্ত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, ২০১৩ [২]
  • নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা, ২০১৭
  • সোনারপুর কাব্যমঞ্চ, কোলকাতা প্রদত্ত শিউলী স্মৃতি স্মারক সম্মাননা, ২০১৭
  • ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালীর কন্ঠ লেখক পুরস্কার,২০১৮[৩]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ সাহিত্যিক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  2. "খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩ লেখক"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  3. "২ শতাধিক কবিকে নিয়ে কবিতা উৎসব ও সম্মাননা"jagonews24.com। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:১৯৬০-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী লেখক]]