বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Giash Uddin Islamabadi/মাহফিলে সীরাতুন্নবী (সাঃ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সীরাতুন্নবী (সাঃ), যা ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (সাঃ) নামেও পরিচিত, চুনতী সীরাত মঞ্জিল কর্তৃক আয়োজিত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হতে ওফাত পর্যন্ত জীবন দর্শন স্মরণে ১৯ দিনের দীর্ঘ বার্ষিক অনুষ্ঠান। [] এটি মূলত সুফিবাদের অনুসারীদের আকর্ষণ করে, যেখানে আলেমরা মহান আল্লাহর সন্তুষ্টি ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে, এটি ইসলাম প্রিয় ব্যাক্তিদের প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে ।

বুৎপত্তি

[সম্পাদনা]

হাফেজ আহমদ শাহ্ সাহেব ১৯৭২ সালের ১১ রবিউল আউয়াল মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) প্রবর্তন করেন । [] প্রতিবছর ধারাবাহিকভাবে ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। [] ১৯৮৩ সালে মাহফিলের ১৯ দিন আগে তিনি মৃত্যুবরণ করেন। চুনতী সীরাত ময়দানের পাশে তার মাজার রয়েছে।

অবস্থান

[সম্পাদনা]

বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এর চুনতি গ্রামে এই ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয় । এই স্থান চট্টগ্রাম মহানগর হতে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত ।

অনুষ্ঠান

[সম্পাদনা]

প্রতি হিজরী সালের ১১ই রবিউল আউয়াল এই মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) শুরু হয় [] [] এবং ২৯শে রবিউল আউয়াল আখেরি মোনাজাত এর মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠান সমাপ্ত হয় ।[] মাহফিল চলাকালে আগত অতিথিদের জন্য এখানে দিবা-রাত্রি খাবার বণ্টন করা হয় । এই উপলক্ষে এখানে দূর-দূরান্ত হতে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।[]

সেবা ও আতিথিয়েতা

[সম্পাদনা]

এই মাহফিল চলাকালে ১৯ দিন ব্যাপী দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হয় । দৈনিক দুই বেলায় গড়ে পঁচিশ হাজার মুসল্লী এই খাবার গ্রহণ করেন । সীরাত মাহফিলের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ স্বউদ্যোগে ও বিনা পারিশ্রমিকে শিফট ভিত্তিক রান্না হতে শুরু করে সকল কর্ম সুচারুভাবে করে থাকেন ।

উদযাপন

[সম্পাদনা]

সীরাত মাহফিল চলাকালে বৃহত্তর লোহাগাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় । বিশেষ করে শেষের ৫ দিন এই এলাকায় ঈদের খুশির ন্যায় আনন্দময় পরিবেশ বিরাজ করে । এই এলাকার সকল বাড়িতে তখন তাদের আত্মীয়-স্বজনগণ ভিড় করেন । এছাড়াও সীরাত মাহফিলকে কেন্দ্র করে বিশাল মেলা বসে ।

  1. "অর্ধশত বছরের ঐতিহ্য সীরতুন্নবী (সা.) মাহফিল"দৈনিক পূর্বকোণ। ২৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "চুনতি ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিল"দৈনিক ইনকিলাব। ২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  3. "চুনতী সীরাত মাহফিল: দক্ষিণ চট্টগ্রামের ধর্মপ্রাণ তৌহিদি জনতার বৃহৎ মিলনমেলা"mosrurzunaid.com। ১৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  4. "চুনতীতে সীরতুন্নবী (স.) মাহফিল"দৈনিক আজাদী। ১ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০ 
  5. "লোহাগাড়ায় চুনতি সীরাতুন্নবী মাহফিল আজ শুরু"দৈনিক ইত্তেফাক। ১৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  6. "চুনতী সিরাত ময়দানে ১৯ দিনব্যাপী মাহফিল সমাপ্ত"দৈনিক নয়াদিগন্ত। ৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮ 
  7. "চুনতী সীরাত মাহফিলে লাখো মানুষের ঢল"দৈনিক যুগান্তর। ৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২১