ব্যবহারকারী:Geo.tanzir/ভূতত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পৃথিবীর মানচিত্র

ভূতত্ত্ব (ইংরেজি: Geology) ভুবিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী, পৃথিবীর গঠন, পৃথিবী গঠনের উপাদান সমূহ, পৃথিবীর অতীত ইতিহাস এবং এর পরিবর্তন নিয়ে আলোচনা করে। ভূতত্ত্ব শিক্ষা খনিজ ও প্রাকৃতিক সম্পদ উত্তোলন, পরিবেশ রক্ষার গুরুত্ব, অতীত আবহাওয়া ব্যাখ্যা করে ভবিষ্যতের আবহাওয়া জলবায়ু সম্পর্কে ধারনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

ভূতত্ত্বের ক্ষেত্র[সম্পাদনা]

পৃথিবীর আভ্যন্তরীণ গঠনে তা কতক গুলো স্তরে বিভক্ত। প্রায় ৬৩৭৮ km নিচে রয়েছে এর কেন্দ্র। পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত প্রধান স্তর গুলো হল ০-৩৫km পুরু বাইরের ত্বক (crust), ৩৫-২৮৯০km পুরু ম্যান্টল (mantle), ২৮৯০-৬৩৭৮ km পর্যন্ত কোর (Core)। ভূতাত্ত্বিক তথ্য উপাত্তের অধিকাংশ ই সংগৃহীত হয় সমগ্র পৃথিবীর উপরিভাগের কঠিন স্তর থেকে। পৃথিবীর উপরিভাগের স্তরের মাটি-পাথরের মাঝেই লুকিয়ে আছে এর ইতিহাস এবং সম্পদ।এই ইতিহাস সংগ্রহ এবং সম্পদ উত্তোলন ই ভূতত্ত্বের প্রধান উদ্দেশ্য।


তথ্যসূত্র[সম্পাদনা]