ব্যবহারকারী:Chkjoy/রাধাগোবিন্দ মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাধাগোবিন্দ মন্দির বিষ্ণুপুর । এটি একটি হিন্দু মন্দির। মন্দিরের প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় মাকড়াপাথরের এই একরত্ন মন্দিরটি ১৭২৯ খ্রীষ্টাব্দে মল্ল রাজ কৃষ্ণ সিংহের আমলে নির্মিত । বর্গাকার ভিত্তিপীঠের উপর প্রতিষ্ঠিত মন্দিরটির ঢালু ছাদের কেন্দ্রস্থলে একমাত্র শিখরটি সংস্থাপিত । মন্দির গাত্রের ভাস্কর্য অতীতে চুনের আস্তর দ্বারা আবৃত ছিল । মন্দিরের দক্ষিণদিকে রয়েছে একটি ক্ষুদ্র ইষ্টক নির্মিত রথ ।