ব্যবহারকারী:Asibul Alam Rivan/কেমতলী টেকনিকালি হাই স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Asibul Alam Rivan/কেমতলী টেকনিকালি হাই স্কুল
অবস্থান

তথ্য
ধরনবেসরকারী
প্রতিষ্ঠাকাল১৯৮৭
প্রধান শিক্ষকজাহাঙ্গীর আলম
শ্রেণী৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত
শিক্ষার্থী সংখ্যা৫০০+ জন

কেমতলী টেকনিক্যাল হাই স্কুল বরুড়া থানার প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। কেমতলী টেকনিকালি হাই স্কুল ১৯৮৭ প্রতিষ্ঠিত হয়। www.commillaeducationboard.com

শিক্ষার মান[সম্পাদনা]

কেমতলী টেকনিকালি হাই স্কুল বরাবরই শিক্ষার মান নিয়ে সেরা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে বিদ্যালয়টি তাদের বিশেষ নিয়মে চলে। বোর্ড পরিক্ষার ফলাফলে ও পিছিয়ে নেই কেমতলী টেকনিকালি হাই স্কুল।

স্কুল ড্রেস[সম্পাদনা]

মেয়েদের ড্রেস সবুজজামা, সাদা সালোয়ার, সাদা ক্রস বেল্ট। ছেলেদের ড্রেস নেভিব্লু প্যান্ট ছেলে মেয়ে উভয়ের জন্য সাদা কেস্ট।

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়টি নিমসার বরুড়া সড়কের পাশে অবস্থিত। বর্তমাননে একটি ৩ তলা ভবন ও একটি পাকা ভবন রয়েছে।

যাতায়াত ব্যবস্থা[সম্পাদনা]

বরুড়া থেকে সরাসরি নিমসার রোডে আসতে পারবেন সিএনজি অথবা অটো গাড়ি যোগে। অন্যদিকে নিমসার মহাসড়ক থেকে ৪ কি.মি. দক্ষিণ দিকে। সি এন জি অথবা অটো গাড়ি যোগে আসতে পারবেন।


আরো দেখুন[সম্পাদনা]

=কুমিল্লা মর্ডান হাই স্কুল

=কুমিল্লা জিলা স্কুল