ব্যবহারকারী:Amin Muhammad Nurul

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দিনগুলো পাথর চাপা হয়ে থাকে– কখনও কখনও এমন হয় ভারিবর্ষণে ঢেকে যায় দৃষ্টিসীমার সবটুকু শীতের দেশের তুষার পাতের মতো বিবর্ণ নিথর প্রাণহীন, দোয়েলের শিস নেই বসন্তের বিহ্বল বাতাস কাঁপন তোলে না কোথাও ঝড়ের আগের গুমোট হাওয়ায় ওড়া ধূসর কাগজে ভর করে ভেসে থাকে সময় মরচে ধরা লোহা কিংবা জমাট কংক্রিটের মতো ভার; জীবন এমন হয়। এ গুলি সাজাই বইয়ের পাতায়, পুরো দুনিয়ার আকাশে বাতাসে ইন্টারনেটে উইকিপিডিয়ায়। পরে এটাই হয়ে উটে ইতিহাস। পরবর্তী পরজন্মের জন্য। তাই আসুন আপনিও আমার মতো উইকি অঙ্গনে।