ব্যবহারকারী:AZAMANSAGOR/ইনকা সম্রাজ্যের ইতিহাস (1)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইনকা সভ্যতার ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত পেরু কেন্দ্রিক একটি সাম্রাজ্য ছিল। এই সময়ে ইনকারা  ফ্রান্সিসকো পিজারোর অনুগত ছিল। তিনি মুক্তিপণ হিসেবে স্বর্ণ আদায় করতেন। চার মাসের মধ্যে তারা প্রায় আট টন সোনা সংগ্রহ করেন।মুক্তিপণ প্রদানের পরে শাসকরা মুক্তি পাবে মনে করা হত, কিন্তু পিজারো তাদের জনসম্মুখে শ্বাসরোধ করতেন।ইনকা সম্রাজ্যের শেষ অংশ নিও- ইনকা ১৫৭২ সালে স্প্যানিশরা দখল করে নেয়।