ব্যবহারকারী:ABU SHAHED CHOWDHURY
ওপেন হার্ট সার্জারি( Open Heart Surgery)
চিকিৎসকরা যখন বক্ষের অস্থিকে কেটে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করেন এবং হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে অপারেশনের মাধ্যমে হার্টের সমস্যাগুলো দূরীভূত করেন তাকে ওপেন হার্ট সার্জারি
বলে।
এনজিওপ্লাস্টির মাধ্যমে যখন সমস্যা সমাধান না হয় তখনই এই কঠিন সমস্যা দূর করার জন্য এই অপারেশন করা হয়। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Dr. Wilfred G. Bigelow
(
যেসব কারণে ওপেন হার্ট সার্জারি করা হয়:
ওপেন হার্ট সার্জারি নিম্নলিখিত কারণে হতে পারে। যথা-
১. হৃৎপিণ্ডে কোনো জন্মগত ত্রুটির কারণে।
২. করোনারি ধমনিতে একাধিক ব্লকেজ বা যেকোনো ধমনি ১০০% ব্লকেজ থাকার কারণে এই অপারেশন করা হয়। এই প্রক্রিয়াকে করোনারি বাইপাস
বা CABG
(Coronary Artery Bypass Graft) বলে।
৩. হৃৎপিণ্ডের কোনো কপাটিকার মেরামত বা প্রতিস্থাপন করা।
৪. হৃৎপিণ্ডে কোনো যন্ত্র বা পেসমেকার বসানো।
৫. হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে দাতার হৃৎপিণ্ড দ্বারা প্রতিস্থাপন করা।
[[জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র,একাদশ-দ্বাদশ শ্রেণি,মাজেদা বেগম,রাশিদা বেগম,সুকিলেশ চন্দ্র কর্মকার,মোহাম্মদ নাদির হোসেন এবং কানিজ ফাতেমা আনোয়ার]]