বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:শফিকুল ইসলাম সাহেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম ছোট্ট বন্ধুর পাতায়। আমি শফিকুল ইসলাম সাহেল, বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরে। অনেক দিন আগে থেকেই ইচ্ছে ছিলো উইকিপেডিয়াতে সম্পাদনার কাজ শুরু করতে। কিন্তু অলসতা আর অগ্রাহ্যতার কারণে হয়ে উঠেনি। তাই গতকাল ১৪মার্চ-২০২৫ থেকে শুরু করলাম পূর্ণ মনোযোগে উইকিপিডিয়া সম্পাদনায় ভূমিকা রাখার কাজ। বিশ্বাস আমার, মাতৃভাষা বাংলায় তথ্য, উপাত্ত এবং জ্ঞানের প্রবাহ ধরে রাখতে উইকিপিডিয়ার গুরুত্ব আকাশকুসুম। তাই নিজের ছোট্ট জ্ঞানে, শ্রমে কিংবা কর্মে যদি অনুল্লেখ্য অবদানও রাখতে পারি তবে নিজেকে ধন্য মনে করবো। শুভ হউক, বাংলা ভাষায় উইকিপিডিয়ার অবদান।