ব্যবহারকারী:রাশেদ আল মামুন(রাশু)
রাশেদ আল মামুন (রাশু) একজন বাংলাদেশী ফিল্ম ও টিভি নাটক অভিনেতা ও নির্মাতা । তার প্রথম টিভি ধারাবাহিক নাটক ইফতেখার শুভ পরিচালনায় ব্যাচেলর ডট কম নাটক দিয়ে জনপ্রিয়তা লাভ করেন ।এছাড়া অনেক একক নাটকে অভিনয় করেন এই অভিনেতা । তার অভিনীত নাটক, পাঁথরের চোখ নিয়ে বাঁচি ,একজন বাবার গল্প,হৃদয় ঘটিত,অলৌকিক বিবাহ যাত্রা,রংতুলি,দুলছে দোলনা,বিয়ে করে বিপদে। এছাড়া তার অভিনীত টেলিফিল্ম হারমোনিয়াম ও ষষ্ঠ ইন্দ্রিয়। তিনি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন ।
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ের সাল | |
---|---|---|---|
মুখোশ | ইফতেখার শুভ | ২০২১ | |
অমানুষ | অনন্য মামুন | ২০২১ | |
গুনিন | গিয়াসউদ্দীন সেলিম | ২০২১ |
রাশেদ রাশু ২০২১ থেকে নিয়মিত চলচ্চিত্র অভিনয় করতেছে তার প্রথম অভিনীত চলচ্চিত্র ইফতেখার শুভ পরিচালিত 'মুখোশ' অনন্য মামুন পরিচালিত 'অমানুষ'
গিয়াসদ্দীন সেলিম পরিচালিত 'গুনিন ' অভিনয় করেন এই অভিনেতা ।
অভিনয়ের পাশাপাশি ছোট সিনেমা টিভি বিজ্ঞাপন নির্মাণ করেন এই অভিনেতা তার ছোট সিনেমার নাম , সেঞ্চ,তৃপ্তি ,ত্যাগ,তুমিও পারো ।এছাড়া কিছু ভালো কোম্পানির প্রোডাক্ট বিজ্ঞাপন নির্মাণ করেছেন ।