ব্যবহারকারী:এস. এম সারফুদ্দিন শাওন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এস.এম সারফুদ্দিন শাওন (এলএলবি), পিতাঃ মৃত রিয়াজ উদ্দিন সরকার, মাতাঃ মৃত রোজিয়া খাতুন। তৎকালীন সময়ে তার দাদা ছিলেন জমিদার খ্যাত ওমর আলী সরকার।সেই ওমর আলী সরকারের পাঁচ ছেলে ও তিন কন্যা ছিল। কনিষ্ঠ পুত্র রিয়াজ উদ্দিন সরকার।তার কনিষ্ঠ পুত্র এস.এম সারফুদ্দিন শাওন। তিনি ধর্মীয় ভাবে এক সভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৪ সালের ১২ মে,চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন নিজ ছেংগারচর গ্রামে জন্ম গ্রহন করেন।ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে লালন করে ১৯৯১ সালে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ শাখায় ছাত্রলীগের সদস্য হয়ে ছাত্র সংসদ নির্বচনে শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন।পরবর্তীতে নির্বাচন বর্জন করেন। অতঃপর এইচ এস সি পাস করে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে ১৯৯৪ সালে স্নাতক ডিগ্রীলাভ করেন।১৯৯৪ সালে চাঁদপুর ল কলেজে অধ্যায়নরত সময়ে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন।সেই আন্দোলনে ১৫ ফেব্রুয়ারির ভোটার বিহীন নির্বাচন বানচাল করতে সক্ষম হয় এবং মাত্র কয়েকদিনের মাথায় দাবী পুরন করতে বাধ্য হয়ে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। শেখ হাসিনার নেতৃত্বে প্রথম সরকার গঠন করে(১৯৯৬)সালে।১৯৯৮ সালে ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়কের দায়িত্ব পালন করেন।২০০২ সালে একই পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। কয়েকমাস পরে ঐ কমিটির সভাপতি নির্বাচিত হন।ওয়ান ইলিভেনের পর ২০০৮ সালের জাতীয় নির্বাচনের একমাস পরে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিজয়কে ওরা মেনে নিতে না পেরে বিএনপির প্রার্থী নুরু সিআইডি ও তার জামাই সেনা অফিসার ছিলেন সেই কারিশমায় ছেংগারচর বাজারের চৌরাস্তায় পৈশাচিক কায়দায় ওরা কয়েকজন জোয়ানরা মিলে আঘাতের পর আঘাতের নির্মমতায় আজ সে পঙ্গু প্রায়।নিত্য দিন ঔষধ সেবন আর প্রতি বছরে অন্তত পাঁচ-ছয়বার হামাঘুরি দিয়ে পথচলতে হয়।ঠিকানা হয় হাসপাতালের রুমে। আর সইতে পারছে না।এই যন্ত্রনা। রীতিমত কাজ করতে পারছে না। তবুও ভুলতে পারছেনা মুজিব চেতনা ভুলতে পারছেনা শেখ হাসিনাকে।তার উক্তি"যতদিন বাচব ততদিন মাননীয় নেত্রীর সুযোগ্য নেতৃত্বে উজ্জেবীত ও আস্থাশীল রব।হয়ত কিছু নাহি পাব।তবুও ভালবেসে জীবন দিয়ে যাব"।

এস.এম সারফুদ্দিন শাওন-সাফা।