বেলজীয় প্রথম বিভাগ এ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেলজীয় প্রো লীগ থেকে পুনর্নির্দেশিত)
বেলজীয় প্রথম বিভাগ এ
স্থাপিত১৮৯৫
দেশবেলজিয়াম
কনফেডারেশনউয়েফা
দলের সংখ্যা১৬
লিগের স্তর
অবনমিতবেলজিয়াম প্রথম বিভাগ বি
ঘরোয়া কাপবেলজিয়ান কাপ
বেলজিয়ান সুপার কাপ
আন্তর্জাতিক কাপউয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা ইউরোপা লিগ
বর্তমান চ্যাম্পিয়নএন্ডারলেক্ট (৩৪ তম শিরোপা)
(২০১৬-১৭)
সর্বাধিক শিরোপাএন্ডারলেক্ট (৩৪ শিরোপা)
সম্প্রচারকটেলেনেট
ভু
প্রোক্সিমাস টিভি
ভিয়ের\আরটিবিএফ (হাইলাইট)
ওয়েবসাইটjupilerproleague.be
২০১৭-১৮ বেলজীয় প্রথম বিভাগ এ

বেলজীয় প্রথম বিভাগ এ হলো বেলজিয়াম ফুটবল লিগের সর্বোচ্চ স্তর।১৮৯৫ সালে শুরু হওয়া লিগটি ২০১৫-১৬ মৌসুমে এর নাম পরিবর্তন করে দেয়া হয় বেলজিয়াম প্রো লিগ (স্পন্সরশীপ কারণে জুপিলার প্রো লিগ ও বলা হয়। ডাচ উচ্চারণ [ˈʒypilɛr ˈproː ˈlik])। উন্নতি- আবনমন পদ্ধতিতে ১৬টি দল এতে প্রতিযোগিতা করে। লিগটির বর্তমান স্পন্সর Anheuser-Busch InBev জুপিলার বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই পর্যন্ত ৭৫ টি ক্লাব এই লিগে প্রতিযোগিতা করেছে।তাদের মধ্যে ১৫ টি ক্লাব শিরোপা জয় করতে পেরেছে।সবচেয়ে সফল ক্লাব এন্ডারলেক্ট

ইতিহাস[সম্পাদনা]

১৮৯৫ সালে ৭টি দল নিয়ে চ্যাম্পিয়নশিপ কাপ নামে লিগটি শুরু হয়।প্রথম কয়েক মৌসুম দ্বিতীয় কোনো লিগ ছিলো না বিধায় কোনো অবনমন পদ্ধতি ও ছিলো না।১৮৯৮-৯৯ মৌসুমে ২ টি লিগ করার ফলে পদ্ধতিটা চালু করা হয়।যদিও ১৯০০-০১ মৌসুমে সেটি বন্ধ রেখে পরের বছর থেকে আবার চালু করা হয়।পরবর্তীতে দল সংখ্যা ও প্রতিযোগিতার নিয়ম অনেক বার পরিবর্তিত হয়।মাঝে বিশ্বযুদ্ধের জন্য কয়েকবছর খেলা বন্ধ থাকে।লিগের নামও কয়েক বার পরিবর্তন হয়।সর্বশেষ ২০১৬ থেকে এর নাম বেলজিয়ান প্রথম বিভাগ এ

নামকরণ[সম্পাদনা]

  • ১৮৯৫–১৯০৪: চ্যাম্পিয়নশিপ কাপ
  • ১৯০৪–১৯২৬: ফার্স্ট ডিভিশন
  • ১৯২৬–১৯৫২: ডিভিশন অফ অনার
  • ১৯৫৩-২০১৬: ফার্স্ট ডিভিশন
  • ২০১৬-: ফার্স্ট ডিভিশন এ

প্রতিযোগিতার বিন্যাস[সম্পাদনা]

বর্তমান নিয়ম অনুসারে ১৬ টি ক্লাব প্রত্যেকটির সাথে হোম-এওয়ে ভিত্তিতে মোট ৩০ টি ম্যাচ খেলে।প্রতি ম্যাচ জয়ের জন্য ৩ ও ড্র‍য়ের জন্য ১ পয়েন্ট দেয়া হয়।নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নশিপ প্লে-অফ খেলে।প্রত্যেকটি দল সবার সাথে ১ টি করে খেলার পরে তালিকার ১ম দলটি বিজয়ী হয়।অবনমনের ক্ষেত্রেও নিচের দলগুলোও প্লে অফ খেলে।যেখান থেকে ১ টি দলের অবনমন ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]