বেবা ইডেলসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেবা ইডেলসন
নেসেট সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৫-১০-১৪)১৪ অক্টোবর ১৮৯৫
একাতেরিনোস্লাভে, রুশ সাম্রাজ্য
মৃত্যু৫ ডিসেম্বর ১৯৭৫(1975-12-05) (বয়স ৮০)
তেল আবিব, ইসরায়েল

বেবা ইডেলসন ( হিব্রু ভাষায়: בבה אידלסון‎১৪ অক্টোবর ১৮৯৫ - ৫ ডিসেম্বর ১৯৭৫) ছিলেন একজন জায়নবাদী কর্মী এবং ইজরায়েলি রাজনীতিবিদ।

জীবনী[সম্পাদনা]

বেবা ইডেলসন (জন্মনাম: বেবা ট্রাখটেনবেরেগ) ১৮৯৫ সালে রুশ সাম্রাজ্যের (বর্তমানে ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক) একাতেরিনোস্লাভে জন্মগ্রহণ করেন।[১] যখন তার বয়স আট বছর, তখন তার মা তার ত্রয়োদশ সন্তানের জন্ম দিয়ে মারা যান এবং চৌদ্দ বছর বয়সে তিনি তার বাবা ইতজাককে হারান।[২] তার দাদি এবং ভাইয়ের সাথে, তিনি পরিবারের ভরণপোষণ করতে সাহায্য করেছিলেন। ১৯১২ সালে তিনি উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হন এবং ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান অধ্যয়ন করেন। ১৯১৩ সালে বেইলিস বিচারের ফলে কেঁপে উঠে তিনি জায়নবাদের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ১৯১৫ সালে তিনি "সিয়োনের যৌবনে" যোগ দেন (পরে হাশোমার হাৎজাইরে একীভূত হন)। ১৯১৭ সালে তিনি জায়নবাদী সমাজতান্ত্রিক দলে যোগ দেন এবং দলের একজন জ্যেষ্ঠ সদস্য ইজরায়েল ইদেলসনকে (পরে ইজরায়েল বার-ইয়েহুদা) বিয়ে করেন। তাদের জায়নবাদী সক্রিয়তার জন্য, তাদের সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল। সেই বছর তিনি দম্পতির একমাত্র কন্যা রেবেকার জন্মও দেন। ১৯২৪ সালে ম্যাক্সিম গোর্কির স্ত্রীর মধ্যস্থতার সুবাদে তাদের নির্বাসন ইরেৎজ ইজরায়েলে নির্বাসনে রূপান্তরিত হয়।[৩]

জায়নবাদী এবং রাজনৈতিক সক্রিয়তা[সম্পাদনা]

১৯২৪ থেকে ১৯২৬ সালের মধ্যে ইডেলসন ইউরোপের সমাজতান্ত্রিক জায়নবাদীদের বিশ্ব ইউনিয়নে সক্রিয় ছিলেন এবং ১৯২৬ সালে তারা ফিলিস্তিনের ব্রিটিশ ম্যান্ডেটে অভিবাসিত হন। ইজরায়েল দলের হয়ে কাজ করেছিলেন এবং পেতাহ টিকভার কর্মীদের সম্পাদক হয়েছিলেন এবং বেবা কৃষিতে কাজ করতেন। পরে তিনি ইডেলসনকে তালাক দেন এবং হাইম হালপেরিনকে বিয়ে করেন। ১৯২৭ থেকে ১৯২৮ সাল পর্যন্ত তিনি বিশ্ব জায়নবাদী সংস্থার পরিসংখ্যানবিদ হিসেবে কাজ করেন এবং এরপর আহদুত হাভোদা দলে যোগ দেন। ১৯৩০ সালে তিনি "কর্মজীবী নারী পরিষদ" এর সচিব হন এবং বেশ কয়েকটি মহিলা সংস্থার নেতৃত্ব দেন।[৪] তিনি ইহুদি জাতীয় কাউন্সিলের প্রতিনিধি ছিলেন এবং ১৯৩৭ সালের অক্টোবরে মেক্সিকোতে লিওন ট্রটস্কি সহ অনেক সমাজতান্ত্রিক নেতার সাথে যোগাযোগ করেছিলেন।[৫]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইদেলসন এবং মহিলা আন্তর্জাতিক জায়নবাদী সংস্থার হাদাসাহ স্যামুয়েল ইশতুভ থেকে ব্রিটিশ সেনাবাহিনীতে ইহুদি মহিলাদের স্বেচ্ছাসেবকের পিছনে প্রধান মুভার ছিলেন। মোট ৩,২০০ জন মহিলা অক্সিলিয়ারি টেরিটোরিয়াল সার্ভিসে এবং ৭৮৯ জন মহিলা অক্সিলিয়ারি এয়ার ফোর্সে কাজ করেছেন।[৬]

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর ইডেলসন অস্থায়ী রাষ্ট্রীয় পরিষদের সদস্য ছিলেন এবং পতাকা ও প্রতীক কমিটির নেতৃত্ব দেন, যারা ইজরায়েলের প্রতীক বেছে নেয়।[৭]

১৯৪৯-১৯৬৫ সালে ইডেলসন মাপাই-এর জন্য প্রথম পাঁচটি নেসেটনির্বাচিত হন। তিনি সংবিধান, আইন ও বিচার, হাউস, পররাষ্ট্র বিষয়ক ও শ্রম কমিটির সদস্য ছিলেন। তিনি সামাজিক সংস্কার এবং মহিলাদের সমতা প্রচার করেন এবং ধর্মীয় বলপ্রয়োগের বিরোধিতা করেন। তিনি মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্য আইডিএফে বাধ্যতামূলক খসড়া প্রয়োগকরাও সমর্থন করেছিলেন। ১৯৬০ সালে তিনি হিস্তাদ্রুতের নবম কমিটির চেয়ারওম্যান ছিলেন এবং ১৯৬৫ সাল পর্যন্ত এর সদস্য ছিলেন। ১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইডেলসন ওয়ার্ল্ড মুভমেন্ট অফ পাইওনিয়ার উইমেন-এর চেয়ারওম্যান ছিলেন। তিনি ১৯৭৪ সালে কাউন্সিল অফ ওয়ার্কিং উইমেন থেকে অবসর নেন এবং ১৯৭৫ সালে মারা যান।[৮]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Charny, Vitaly। "Russian Jewish Encyclopedia"Jewish Gen। Josif Charny (trans.)। ১৪ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৯ 
  2. "Beba Idelson"Jewish Women's Archive 
  3. Stern, Bathsheba Margalit। "Beba Idelson"The Israeli Labor movement (হিব্রু ভাষায়)। ২০১২-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৮ 
  4. "Idelson, Beba"The Israeli Labor movement (হিব্রু ভাষায়)। ২০১০-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৮ 
  5. Myers, Peter (২০০৩-১০-০৫)। "More Zionist Connections To Communism Found"। ২০১১-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৯ 
  6. Fay Cashman, Greer (২০০৫-০৬-১০)। "Israeli heroines of WWII emerge from obscurity"Jewish News Weekly। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৮ 
  7. Mishory, Alec। "The Israeli Emblem"Jewish Virtual Library। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৯ 
  8. "Idelson, Beba"The Israeli Labor movement (হিব্রু ভাষায়)। ২০১০-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৮ "Idelson, Beba". The Israeli Labor movement (in Hebrew). Archived from the original on 2010-12-02. Retrieved 2008-02-08.