রায়হান আখতার বানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বেগম রায়হান আখতার রানু থেকে পুনর্নির্দেশিত)
রায়হান আখতার বানু রনি
জাতীয় সংসদ
আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
সংসদীয় এলাকাসংরক্ষিত আসন - ২০[১]
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫২-০১-১১)১১ জানুয়ারি ১৯৫২
নওগাঁ মহকুমা , রাজশাহী জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল(১৯৯০– বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
বাংলাদেশ ছাত্রলীগ (১৯৭২ সালের পূর্বে)
দাম্পত্য সঙ্গীমহিউদ্দিন আহমেদ
(বিবাহ ১৯৭০ - ২০০০ মৃত্যূ)
মাতারওশন আরা
পিতাআব্দুর রহমান মন্ডল
বাসস্থাননওগাঁ, বাংলাদেশ
শিক্ষাস্নাতক
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতি
ধর্মইসলাম

রায়হান আখতার বানু (ডাক নাম: রনি; জন্ম: ১১ জানুয়ারি, ১৯৫২) একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় রাজনৈতিক নেতা।[২]

কর্মজীবন[সম্পাদনা]

২০০১ সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়ী হলে রনি ৮ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হন। এর পূর্বে তিনি ১৯৬৯ সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র লীগ বর্তমানের বাংলাদেশ ছাত্রলীগের নওগাঁ জেলার একজন ছাত্র নেতা হিসাবে। একজন সংগঠক হিসাবে ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশ নেন। স্বাধীনতার পর রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। রনি ১৯৯৭ সালে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নওগাঁর জেলার সভাপতি নির্বাচিত হন এবং ২০০১ সালের জুনে বিএনপির নওগাঁ জেলা শাখার সহসভাপতি মনোনীত হয়ে আজ অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

জন্ম, বাল্যজীবন এবং শিক্ষা[সম্পাদনা]

মাতা রওশন আরা এবং পিতা আব্দুর রহমান মন্ডলের ৭ম সন্তান রায়হান আখতার বানু নওগাঁ জেলা সদরের নওগাঁ শহরে চকদেব পাড়া এলাকায় ১৯৫২ সালের ১১ জানুয়ারী তারিখে জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of 8th Parliament Members"Bangladesh Parliament। ২০২৩-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২১ 
  2. "BNP picks 30 for women's reserved seats"The Daily Star (Bangladesh)। Dhaka। ২৬ আগস্ট ২০০৫। ২৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭