বিষয়বস্তুতে চলুন

বৃক (তারামণ্ডল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৃক বা লুপাস
তারামণ্ডল
উচ্চারণ/ˈljpəs/,
genitive /-p/
প্রতীকবাদনেকড়ে
বিষুবাংশ ১৫.৩ ঘণ্টা
বিষুবলম্ব−৪৫°°
চতুর্থাংশSQ3
আয়তন334 বর্গডিগ্রি (৪৬তম)
প্রধান তারা
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৪১
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাα Lup (উরিদিম) (2.30m)
নিকটতম তারাLHS 397
(19.35 ly, 5.93 pc)
মেসিয়ার বস্তু
সীমান্তবর্তী তারামণ্ডলনরমা
বৃশ্চিক
সার্কিনাস
কেন্টরাস
তুলা
হাইড্রা (কোণ)
+৩৫°° ও −৯০°° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
জুন মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

বৃক (ইংরেজী:লুপাস) হলো দক্ষিণ আকাশ গোলার্ধের মাঝামাঝি অংশের একটি নক্ষত্রমণ্ডল। এর নাম ল্যাটিন শব্দ, অর্থ নেকড়ে। ২য় শতাব্দীর জ্যোতির্বিজ্ঞানী টলেমি ৪৮টি নক্ষত্রমণ্ডলের তালিকায় লুপাসকে অন্তর্ভুক্ত করেছিলেন। এটি বর্তমানে ৮৮টি আধুনিক নক্ষত্রমণ্ডলের একটি, তবে দীর্ঘদিন ধরে এটি কেবল পাশের বৃহৎ নক্ষত্রমণ্ডল কেন্টরাস–এর সাথে সম্পর্কিত একটি অ্যাস্টেরিজম হিসেবে বিবেচিত ছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]