বুরমালি মিনার মসজিদ
অবয়ব
| বুরমালি মিনার মসজিদ | |
|---|---|
বুরমালি মিনারে কামি | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| অঞ্চল | মধ্য আনা তো লিয়া |
| অবস্থান | |
| পৌরসভা | আমাস্যা |
| দেশ | তুরস্ক |
| স্থানাঙ্ক | ৪০°৩৯′০০″ উত্তর ৩৫°৪৯′৫৭″ পূর্ব / ৪০.৬৫০১° উত্তর ৩৫.৮৩২৪° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| স্থাপত্য শৈলী | সেলজুক |
| ভূমি খনন | ১২৩৭ |
| সম্পূর্ণ হয় | ১২৪৭ |
| মিনার | ১ |
বুরমালি মিনার মসজিদ (তুর্কি: Burmalı Minare Camii; "বুরমালি মিনার" তুর্কি ভাষায় এর অর্থ ঘূর্ণায়মান মিনার) একটি ঐতিহাসিক ১৩শ শতকের মসজিদ। এটি আমাস্যায়, তুরস্কে অবস্থিত।[১] এই মসজিদটি ১২৩৭ থেকে ১২৪৭ সালের মধ্যে সেলজুকদের দ্বারা নির্মিত হয়।
ভবন
[সম্পাদনা]মসজিদটি কাটা পাথরে নির্মিত এবং এর মিনারে থাকা দ্যুতিমান ঘূর্ণায়মান খোদাইয়ের নকশার ভিত্তিতে নামকরণ করা হয়েছে। পাশাপাশি একটি সংলগ্ন কুম্বেত রয়েছে।
সূত্রসমূহ
[সম্পাদনা]- ↑ তুরস্ক, ভেরিটি ক্যাম্পবেল, পৃষ্ঠা ৪৭১, ২০০৭