বুদ্ধদত্ত
বুদ্ধদত্ত | |
|---|---|
| স্থানীয় নাম | বুদ্ধদত্ত |
| জন্ম | উগরপুর (বর্তমান নাম ঊরায়ুর), দক্ষিণ ভারত[১] |
| পেশা | অট্ঠকথাকার, লেখক, অনুবাদক |
| সময়কাল | খ্রিষ্টীয় চতুর্থ শতক শেষ ভাগ হতে খ্রিষ্টীয় পঞ্চম শতকের প্রথম ভাগ। |
| বিষয় | বৌদ্ধ ধর্ম |
| উল্লেখযোগ্য রচনা | বুদ্ধবংসঅট্ঠকথা বা মধুরত্থবিলাসিনী,অভিধম্মাবতার, বিনয়বিনিচ্ছয় টীকা, রূপাপরূপবিভাগ, জিনালংকার ও ইত্যাদি |
বুদ্ধদত্ত একজন খ্রিষ্টীয় চতুর্থ-পঞ্চম শতকের একজন খ্যাত নামা ভিক্ষু, লেখক, অনুবাদক ও লেখক। তিনি প্রখ্যাত বুদ্ধঘোষের সমকালীন কালজয়ী অট্ঠকথা রচয়িতা। তিনি বৌদ্ধ সাহিত্যে অমর হয়ে আছেন তার অনন্য অসাধারণ কীর্তির জন্য।
জন্মস্থান
[সম্পাদনা]বুদ্ধদত্তের জন্ম ছিল ভারতে। ইহা নিয়ে গবেষকদের নিকট কোনো সন্দেহ নেই। [২] তিনি ভারতবর্ষের আচার্য হিসেবেও অভিহিত। তার লেখা গ্রন্থে উল্লেখ আছে যে তিনি উগরপুরে রচনা করেছেন। আরো উল্লেখ আছে যে উগরপুর কাবেরী নদীর তীরে অবস্থিত। বি.সি.ল্য[৩] উগরপুরের ভৌগোলিক সংস্থার সম্পর্কে বলেন, স্থানটি বর্তমানে দক্ষিণ ভারতের কাবেরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত ত্রিচানপোলির-র নিকটবর্তী যা বর্তমানে উরাইয়ুর নামে পরিচিত। N. L. Dey, এবং D.R. Bhandarkar তার এই মতকে সমর্থন করে। K.A. Nilkanta মতে, চোল রাজ্যর রাজধানী ছিল উরায়ুর(সংস্কৃতে উগরপুর), যার প্রাচীন নাম ছিল ত্রিচিনপোলি। চৈনিক ভ্রমণবৃত্তান্তে [৪] চোল রাজ্য ২৪০০ লি পর্যন্ত বিস্তৃত ছিল বলে উল্লেখ পাওয়া যায়।
সাহিত্যকর্ম
[সম্পাদনা]গন্ধবংস, বুদ্ধঘোসুপ্পত্তি ও সাসনবংস বৌদ্ধ পালি সাহিত্যে তার রচনা বলি পাওয়া যায়। নিম্নে তা দেওয়া হলো-
- বুদ্ধবংস অট্ঠকথা বা মধুরত্থবিলাসিনী
- বিনয়বিনিচ্ছয়
- উত্তরবিনিচ্ছত
- অভিধম্মবতার
- জিনালংকার
- দন্তবংস বা দাঠাবংস
- ধাতুবংস
- রূপারূপবিভাগ