বুজান
অবয়ব
বুজান | |
---|---|
চাগতাই খানাতের খান | |
রাজত্ব | ১৩৩৩–১৩৩৪ |
পূর্বসূরি | তারমাশিরিন |
উত্তরসূরি | চাংশি |
জন্ম | unknown |
মৃত্যু | ১৩৩৪ |
ধর্ম | ইসলাম |
বুজান বা বুজুন ১৩৩৩ সাল থেকে ১৩৩৪ সাল পর্যন্ত (বা ১৩৩৪ থেকে ১৩৩৫) চাগতাই খানাতের খান ছিলেন। তিনি ছিলেন দুওয়া তেমরের পুত্র।
চাচা তরমাসিরিনের মৃত্যুর পরে বুজন খানাতের নিয়ন্ত্রণ নেন। সূত্রগুলি তাকে একজন মুসলিম হিসাবে বর্ণনা করেছে, যদিও তিনি স্পষ্টতই সনাতন মঙ্গোল ইসা আইনকে সমর্থন করেছিলেন। খান হিসেবে অল্প কিছুদিন রাজত্ব করার পরেই অবশ্য তার চাচাত ভাই চাংশি তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- জ্যাকসন, পিটার, দিল্লি সালাতানাত: এ পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি হিস্ট্রি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস, ২০০৩, আইএসবিএন ০-৫২১-৫৪৩২৯-০।
পূর্বসূরী তারমাশিরিন |
চাগতাই খানাতের খান ১৩৩৪–১৩৩৫ |
উত্তরসূরী চাংশি |