বীরকন্যা প্রীতিলতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীরকন্যা প্রীতিলতা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকপ্রদীপ ঘোষ
চিত্রনাট্যকারমোহাম্মদ ফরিদ উদ্দিন
প্রদীপ ঘোষ
কাহিনিকারসেলিনা হোসেন
উৎসসেলিনা হোসেন কর্তৃক 
ভালোবাসা প্রীতিলতা
শ্রেষ্ঠাংশেনুসরাত ইমরোজ তিশা
মনোজ কুমার প্রামাণিক
কামরুজ্জামান তাপু
সুরকারবাপ্পা মজুমদার
মুক্তি
  • ৩ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-03) (বাংলাদেশ)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

বীরকন্যা প্রীতিলতা হলো ২০২৩ সালের বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস "ভালোবাসা প্রীতিলতা" অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।[২] চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রামাণিক, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক।[৩][৪] কিশোরী প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন রায়া মালিয়াত কবির । সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গান গেয়েছেন এলিটা করিমদিলশাদ নাহার কনা[৫][৬]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রটিকে অনুদান দেওয়া হয়। ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকার আরমানিটোলা, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারেও চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছে।[৭]

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।[৮][৯]

২০২২ সালের ২৪ সেপ্টেম্বর চলচ্চিত্রটির ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে।[১০][১১][১২]

প্রেক্ষাগৃহে মুক্তির পর আসন্ন ঈদুল ফিতরের দ্বিতীয় দিন চলচ্চিত্রটি টেলিভিশনে মুক্তি দেয়া হবে। যা চ্যানেল আই এর মাধ্যমে সম্প্রচারিত হয়।[১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Pratidin, Bangladesh (২০২৩-০২-০৩)। "আজ থেকে তিশার 'বীরকন্যা প্রীতিলতা'"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  2. "'বীরকন্যা প্রীতিলতা' ছবির টিজার প্রকাশ"। দৈনিক ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  3. "'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  4. "'ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা' মুক্তির প্রত্যাশা সেপ্টেম্বরে"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  5. "সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে চলচ্চিত্র"। ডিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  6. "ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রে কনা'র প্লেব্যাক"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  7. "কতটা এগোচ্ছে অনুদানের চলচ্চিত্র?"। যায় যায় দিন। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২ 
  8. প্রতিবেদক, গ্লিটজ। "'বীরকন্যা প্রীতিলতা' ১০ সিনেমা হলে"bdnews24। ২০২৩-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  9. "'Birkonna Pritilata' premiers at Star Cineplex"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-০২। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৩ 
  10. "বীরকন্যা প্রীতিলতার বেশে তিশা যেমন"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  11. "১৮ নভেম্বর মুক্তি পাবে 'বীরকন্যা প্রীতিলতা'"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  12. "'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রের ফার্স্টলুক প্রকাশ"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  13. প্রতিবেদক, বিনোদন। "প্রেক্ষাগৃহের পর এবার টেলিভিশনে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]