বি কে দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিচারপতি

বি কে দাস
বি কে দাস.jpeg
জন্ম
বিজন কুমার দাস

১৯৪৩
মৃত্যু৮ মার্চ ২০১৫
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাবিচারক

বি কে দাস বা বিজন কুমার দাস হলো একজন বাংলাদেশী বিচারপতিশাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীর পদমর্যাদার প্রাক্তন উপদেষ্টা।[১]

শৈশব ও পড়ালেখা[সম্পাদনা]

১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার সিলেটে জন্মগ্রহণ করের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

বাংলাদেশ হাই কোর্ট ১২ বছর বিচারক ছিলেন। [৩] এরপরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন।[২]

মৃত্যু[সম্পাদনা]

৮ মার্চ ২০১৫ মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rahman, Syedur (২০১০)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 329। আইএসবিএন 978-0-8108-7453-4 
  2. "Justice BK Das passes away"The New Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০ 
  3. "Justice BK Das passes away"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২০