বিষয়বস্তুতে চলুন

বিষয়শ্রেণী আলোচনা:২০২৪-এ চলচ্চিত্র মাধ্যম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ৩ মাস আগে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি

[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয়। এই বিষয়শ্রেণীকে খালি কিভাবে বলা হচ্ছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। এটি বিষয়শ্রেণী:২০২৪-এর চলচ্চিত্র নামক উপবিষয়শ্রেণীর প্যারেন্ট ক্যাট্যাগরি বা প্রধান বিষয়শ্রেণী। ইংরেজী উইকিতে আপনি যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন এই বিষয়শ্রেণীর অধীনে মাত্র তিনটি নিবন্ধ আছে আর প্রচুর উপবিষয়শ্রেণী আছে। বাংলা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সংক্রান্ত নিবন্ধের সংখ্যা তুলনামূলকভাবে কম বলে এসব উপবিষয়শ্রেণীর এখনো প্রয়োজন পড়ে নাই। ধন্যবাদ। --ফেরদৌস১৭:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Ferdous আমি সেই কারণেই দ্রুত অপসারণ ট্যাগ রিভার্ট করেছি। আসলে মূল সমস্যা হচ্ছে শিরোনামে মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। Film বলতে এখানে চলচ্চিত্র নয় বরং চলচ্চিত্র মাধ্যমকে বোঝাচ্ছে। এই বিভ্রান্তি নিরসনে আমি অবশ্যই এই জাতীয় বিষয়শ্রেণীর নাম "০০০০-এ চলচ্চিত্র মাধ্যম" রাখতে বলবো, ইতিমধ্যে আফতাব ভাইকে এই অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছি। এটাও খেয়াল করলাম যে Films by year এর জন্য বাংলা উইকিপিডিয়ায় "বছর অনুযায়ী চলচ্চিত্র" ও "বছর অনুযায়ী চলচ্চিত্রসমূহ" দুটো বিষয়শ্রেণী ছিল। কিন্তু Film by year এর জন্য বিষয়শ্রেণী না থাকায় অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে দুটো বিষয়শ্রেণী উদ্দেশ্যহীনভাবে ব্যবহার করতো। আমি তাই Film by year এর জন্য বাংলায় "বছর অনুযায়ী চলচ্চিত্র মাধ্যম" তৈরি করে "বছর অনুযায়ী চলচ্চিত্রসমূহ" সম্পূর্ণ খালি করে দ্রুত অপসারণের ট্যাগ বসিয়ে দিয়েছি। আমার মনে হয় বিষয়শ্রেণী সৃষ্টি, এর শিরোনামের গঠন ও ব্যবহারের প্রতি আমাদের আরও সতর্ক হওয়া উচিত। মেহেদী আবেদীন ১৮:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন