বিষয়শ্রেণী আলোচনা:মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"প্রকাশিত" যোগ করার দরকার নেই[সম্পাদনা]

@কুউ পুলক: ভাই "বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র" কে "বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত সংবাদপত্র" করার দরকার নেই। অর্থাৎ সাথে "প্রকাশিত" লাগানোর দরকার নেই। বাংলা উইকিতে বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী সংবাদপত্র-এ থাকা কোন বিষয়শ্রেণীতে "প্রকাশিত" লাগানো নেই, এখন এটাসহ বাকি ১৯২টিতে "প্রকাশিত" লাগাতে যেয়ে পরিশ্রম করা মানে শুধু শুধু কষ্ট করা আরকি। প্রকাশিত লাগালেও আমরা যে অর্থ বুঝব, না লাগালেও সেই একই অর্থ বুঝব। ইংরেজি উইকি বাদে অন্য উইকিগুলি আমাদের মত প্রকাশিত যোগও করেনি। বাংলা উইকিতে এই বিষয়শ্রেণীগুলি যেভাবে আছে এভাবেই থাকুন, অর্থাৎ "প্রকাশিত" যোগ করার দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৭, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান ঠিক আছে। কিন্তু মিলে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পত্রিকা তো অন্যত্র থেকেও প্রকাশিত হতে পারে। এই ভেবে করেছিলাম। কিংবা অন্য দেশের সংবাদপত্র তো মার্কিন যুক্তরাষ্টে প্রকাশিত হতে পারে। তখন . . . . .. . . . . -- কুউ পুলক (আলাপ) ২১:০৫, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: আমার হিসেবে কোন সমস্যা হয় না। যেমন: সাপ্তাহিক এখন সময় বাংলা ভাষার একটা সংবাদপত্র, এটার নিবন্ধে আপনি "মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র" লাগাতে পারেন (এটা বাংলা সংবাদপত্র কিন্তু বাংলাদেশের না)। এখন সাপ্তাহিক এখন সময় যদি বাংলাদেশে কার্যক্রম শুরু করে, ঢাকা থেকে পূর্ণদমে অন্যান্য পত্রিকার মত প্রকাশ শুরু করে তবে আপনি "মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র"-এর পাশাপাশি "বাংলাদেশের সংবাদপত্র" সাথে লাগাতে পারেন। যেহেতু এটা তখন দুই দেশেই কার্যক্রম চালাচ্ছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৩, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান মেনে নিলাম। প্রকাশিত লাগানো ঐ বিষয়শ্রেণী দুটো মুছে দিন কষ্ট করে। ধন্যবাদ। -- কুউ পুলক (আলাপ) ২১:২৭, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: যেহেতু স্থানান্তরের ফলে পুনর্নির্দেশ সুটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়েছে, আপনি পুনরায় স্থানান্তর ফেরত নিতে পারবেন (সফটওয়ার স্বয়ংক্রিয়ভাবে মুছে দিবে)। চেষ্টা করে দেখুন। না হলে আমি করে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩১, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান নকীব বট ওগুলো সরিয়ে ফেলেছে। আমি চেষ্টা করলাম তবুও কিন্তু বলে সম্পাদনাটি পূর্বেই বাতিল করা হয়েছে। এখন আপনার সাহায্য অত্যাবশ্যক। -- কুউ পুলক (আলাপ) ২১:৪২, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ -- কুউ পুলক (আলাপ) ২১:৪৬, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]