বিষয়শ্রেণী আলোচনা:বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরকারী বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা দরকার। Government University আর Public University একই অর্থ বহন করেনা; দুটির দ্যোতনা ভিন্ন রকম। আমার বিবেচনায়, ১৯৭৩ এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে মোটেই সরকারী বিশ্ববিদ্যালয় বলা চলেনা। বিশ্বের জ্ঞান চর্চার ক্ষেত্রগুলোকে সে দেশের সরকার সবসময়েই নিজেদের কতৃত্বের ভেতর রাখতে চেয়েছে, আমাদের দেশের ইতিহাসও এর ভিন্ন কিছু নয়, পাকিস্তানের শাসকগোষ্ঠী বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রন আরোপের জোর চেষ্টা করেছিলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বানাতে চেয়েছিলো সরকারী কর্মচারীর মতো অনুগত। স্বাধীন পরিবেশ ছাড়া যে জ্ঞানচর্চার বিকাশ সম্ভব নয়- একথা উপলব্ধি করেই স্বাধীনতা-পরবর্তী কালে বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আইনগত ভিত্তি দেয় ‍‍’৭৩-এর অধ্যাদেশ। এই অধ্যাদেশের সীমাবদ্ধতা বা অপপ্রয়োগ- একটি ভিন্ন আলোচনা, ভিন্ন বিতর্ক। আমার প্রস্তাব, Public Universityর যথার্থ পরিভাষা না হওয়া পর্যন্ত (সকলের কাছে প্রস্তাবনার আহবান থাকলো)‘পাবলিক বিশ্ববিদ্যালয়’ শব্দটি ব্যবহার করা উচিত। অন্তত, ’৭৩-এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত ৪টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা উচিত। যদিও তাদের স্বায়ত্ত্বশাসন আজ সংকটের মুখে। --মাহবুব ইরান ২১:২১, ২৪ মে ২০০৯ (UTC) মাহবুব ইরান