বিষয়শ্রেণী:সামাজিক যোগাযোগ মাধ্যম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উই রিং দ্যা বেল ক্যাম্পেইন🎷

ঝিনাইদহসহ সারা দেশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে একই সময়ে ঘন্টাধ্বনী বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে শিশুরা।

গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ AD সোমবার বেলা ১২.০০টায় এইড ফাউন্ডেশন ও সিডিডি সহযোগীতায় এবং লিলিয়ান ফন্ডস অর্থায়নে ‘উই রিং দ্যা বেল’ ঝিনাইদহ ওয়াজের আলী স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়। একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করে নীতি নির্ধারক ও দেশবাসীর।

‘উই রিং দ্যা বেল’ নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতীকি এ কর্মসূচি পালন করে।

এ বছরে এর মূল বার্তা ছিল 'আমরা চাই প্রতিবন্ধীসহ সকল শিশু বিদ্যালয়ে আসুক' যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারণী কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করা হয়।


একই সঙ্গে শিশু এবং শিক্ষকগণ একযোগে এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করে নীতিনির্ধারক ও সাধারণ মানুষের মাঝে। যা ‘We ring the bell’ নামক বিশ্বব্যাপী পরিচিত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালিত হয়।


আশ্বিনের ঘন বর্ষায়, অনেক সময় অনিচ্ছাসত্ত্বেও আটকা পড়ে থাকতে হয়। কিন্তু কোনো কিছুই ফেলনা নয়। মাঠের মধ্যে বৃষ্টি পড়ার দৃশ্য, তার সাথে ওয়াজের আলী প্রাইমারি স্কুলে শিশুদের নানা ধরনের কর্মকাণ্ড মোহিত করে রাখে।

উপবিষয়শ্রেণীসমূহ

এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ৭টি উপবিষয়শ্রেণীর মধ্যে ৭টি উপবিষয়শ্রেণী নিচে দেখানো হয়েছে।