বিশ সাল বাদ (১৯৬২)
বিশ সাল বাদ | |
---|---|
![]() | |
পরিচালক | বীরেন নাগ |
প্রযোজক | হেমন্ত মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | বিশ্বজিৎ চ্যাটার্জী ওয়াহিদা রহমান মদন পুরি অসিত সেন |
সুরকার | হেমন্ত মুখোপাধ্যায় |
চিত্রগ্রাহক | মার্শাল ব্র্যাগাঞ্জা |
মুক্তি | ১৯৬২ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বিশ সাল বাদ ( ইংরেজি: Bees Saal Baad) ১৯৬২ সালে বলিউড নির্মিত হিন্দি রহস্য চলচ্চিত্র যার পরিচালক ছিলেন বীরেন নাগ এবং প্রযোজনা করেন সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিটি ১৯৫১ সালে নির্মিত বাংলা ছবি জিঘাংসার অনুকরণ। মূল কাহিনী স্যার আর্থার কোনান ডয়েলের 'হাউন্ড অফ বাস্কারভিলস' কাহিনীর অনুসৃত।[১]
কাহিনী[সম্পাদনা]
অভিনয়[সম্পাদনা]
বিশ্বজিৎ চ্যাটার্জী, ওয়াহিদা রেহমান, অসিত সেন, মদন পুরি।[১]
সঙ্গীত[সম্পাদনা]
- বেকরার করকে হামে - হেমন্ত মুখোপাধ্যায়
- কঁহি দীপ জ্বলে কহি দিল - লতা মঙ্গেশকর
- স্বপ্নে সুহানে - লতা মঙ্গেশকর
- ইয়ে মোহাব্বত হ্যায় - লতা মঙ্গেশকর
- জরা নজরোসে দেখো জি - হেমন্ত মুখোপাধ্যায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Bees Saal Baad (1962)"। imdb.com। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭।