বিষয়বস্তুতে চলুন

বিশ্ব টেলিভিশন দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশ্ব টেলিভিশন দিবস ১৯৯৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে ঘোষণা করে, যে তারিখে ১৯৯৬ সালে [] বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য,প্রথম বৈদ্যুতিক টেলিভিশন ১৯২৭ সালে তৈরি করেছিলেন ফিলো টেলর ফার্নসওয়ার্থ – একজন আমেরিকার বিজ্ঞানী। ১৯৯৬ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ (UNGA) প্রতি বছর ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালন করার ঘোষণা করে। সেই থেকে সারা বিশ্বে ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয়। টেলিভিশন মানুষের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। শিক্ষা, বিনোদন,সংবাদ সবকিছুই সারা বিশ্বকে একসাথে জুড়ে দিয়েছে টেলিভিশন। টেলিভিশনের প্রচার ও প্রসার সর্বব্যাপী।

গুরুত্ব

[সম্পাদনা]

প্রতিষ্ঠার পর থেকে টেলিভিশন অনেক উন্নয়ন এবং উদ্ভাবনের মধ্য দিয়ে গিয়েছে, তবে এটি বর্তমান যুগে এখনও প্রাসঙ্গিক। অনুষ্ঠানের ধরণ, দর্শকদের দেখার ধরণ এবং তথ্য উপস্থাপনা সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ক্ষেত্রেও বিশাল পরিবর্তন হয়েছে। প্রতি বছর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব টেলিভিশন দিবস। প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব টেলিভিশন দিবস পালিত হচ্ছে মঙ্গলবার। ১৯২৭ সালে প্রথম বৈদ্যুতিক টেলিভিশন তৈরি করেন ফিলো টেইলর ফার্নসওয়ার্থ নামের একজন আমেরিকান উদ্ভাবক। ১৯৯৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) প্রতি বছর ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. United Nations General Assembly Resolution 205 session 51 Proclamation of 21 November as World Television Day on 17 December 1996
  2. "বিশ্ব টেলিভিশন দিবস"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫