বিশ্ব জললেখবিজ্ঞান দিবস
অবয়ব
প্রতি বছর ২১জুন তারিখকে বিশ্ব জললেখ বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক জললেখ বিজ্ঞান সংস্থা জললেখ বিজ্ঞানীদের কর্মকাণ্ড ও জললেখ বিজ্ঞানের গুরুত্ব প্রচারের উদ্দেশ্যে এই দিবসটি উদ্যাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে।[১] এই তারিখেই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল।[২]
এই দিনে জললেখ বিজ্ঞান ক্ষেত্রের একটি নির্দিষ্ট দিকের উপরে গুরুত্ব প্রদান করা হয়। আন্তর্জাতিক জললেখ বিজ্ঞান সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ এইদিন তথ্য আদান প্রদান, জল-মানচিত্রলিখন ও আদর্শ নির্মাণের ব্যাপারে বহুপাক্ষিক কার্যকরী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একত্রিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "World Hydrography Day (WHD)"। International Hydrographic Organization। ২৮ জানুয়ারি ২০১৬। ২৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "World Hydrography Day - 21 June 2013"। International Hydrographic Organization। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- World Hydrography Day। NOAA's National Ocean Service। ২১ জুন ২০১০। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১২।