বিশ্বের বৃহত্তম কুঠার
অবয়ব
বিশ্বের বৃহত্তম কুঠারটি কানাডার নিউ ব্রান্সউইকের ন্যাকাউইক শহরে অবস্থিত। [১]
কুঠার দাঁড়িয়েছে ১৫ মিটার (৪৯ ফু) লম্বা এবং ওজন ৫৫ টনের বেশি। কুঠার-মাথাটি ৭ মিটার (২৩ ফু) প্রশস্ত। কংক্রিটের স্টাম্প ১০ মিটার (৩৩ ফু) ব্যাস। এটি ১৯৯১ সালে উডস্টকের একটি কোম্পানি দ্বারা কমিশন, নকশা এবং নির্মিত হয়েছিল। কুড়ালের মাথায় একটি টাইম ক্যাপসুল এম্বেড করা আছে। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Town of Nackawic - Home of the World's Largest Axe"। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৫।
- ↑ "World's Largest Axe"। Tourism New Brunswick। ৩০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১২।