বিশ্বনাথ চক্রবর্তী (রাজনীতিবিদ)
বিশ্বনাথ চক্রবর্তী (জন্ম ১৯৩২) ছিলেন বেহালার একজন ভারতীয় রাজনীতিবিদ।
চক্রবর্তীর জন্ম ১৯৩২ সালের ৩১ অক্টোবর লোদনা (বিহার) শহরে।[১] তিনি ধনঞ্জয় চক্রবর্তীর পুত্র।[১] বিশ্বনাথ চক্রবর্তী বেহালার বারিশা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।[১] তিনি কলকাতায় বঙ্গবাসী কলেজ, আশুতোষ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পড়াশোনা চালিয়ে যান।[১] চক্রবর্তী দীপ্তিকে বিয়ে করেন, এই দম্পতির এক কন্যা এবং দুই পুত্র ছিল।[১] চক্রবর্তী একজন প্রভাষক হিসেবে কাজ করতেন এবং পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ পরিষদের সদস্য ছিলেন।[১] তিনি দক্ষিণ শহরতলির পৌরসভার (বেহালা) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেহালার বিভিন্ন স্কুলের সভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
১৯৭১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতের কমিউনিস্ট পার্টি বেহালা পশ্চিম আসনের জন্য চক্রবর্তীকে প্রার্থী করে, যেখানে বর্তমান ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বিধায়ক রবীন মুখার্জির মুখোমুখি হন। মুখার্জি আসনটি ধরে রাখেন, চক্রবর্তী ২৫,৩৯৪ ভোট (৪৩.০৭%) পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন।[২] ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চক্রবর্তী আবার বেহালা পশ্চিম আসনের সিপিআই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, এবার তিনি ৩১,৯৩৯ ভোট (৫১.৫৫%) পেয়ে মুখার্জিকে পরাজিত করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 Who's who 1972: General Election, March 1972. West Bengal Legislative Assembly Secretariat, 1974. p. 13
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1971 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1972 TO THE LEGISLATIVE ASSEMBLY OF WEST BENGAL