আলাপ:সরকারি কেশব চন্দ্র কলেজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তনের সুপারিশ (ব্যাকরণগত ভুল)[সম্পাদনা]

কে, সি, কলেজ, ঝিনাইদহ লেখা আছে, কিন্তু বাংলা ব্যাকরণের নিয়মানুসারে হওয়ার কথা কে. সি. কলেজ, ঝিনাইদহ। কারণ কোনোকিছু অ্যাভ্রিভিয়েটেড ফর্ম যুক্ত করতে ডট-ই ব্যবহৃত হয়। নাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকলে অন্য কথা।--তানভির (আলাপ | অবদান) ১৩:১৮, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

কলেজটির সরকারি ও সম্পূর্ণ নাম কি?--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:২৯, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
যতোদূর জানি, করোটিয়া সাদত কলেজ, ঝিনাইদহ। সিওর হতে একটু সময় লাগবে। হ্যাঁ, পুরো নামেই নিবন্ধ শুরু করা যায়।--তানভির (আলাপ | অবদান) ১৮:৩৬, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
করোটিয়া টাঙ্গাইলে। তাছাড়া সাদত লিখে এস দিয়ে, সি দিয়ে নয়। এটা অন্য কোনো নামের সংক্ষিপ্ত রূপ। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৫, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে বিশ্বকোষীয় এন্ট্রিতে পুরো নামটি থাকাই ভাল। নামসংক্ষেপটি দিয়ে রিডায়ারেক্ট করে রাখা যায়। --অর্ণব দত্ত ১৯:১৩, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, রাগিবভাই। আন্তরিকভাবে দুঃখিত। কে দেখে করোটিয়া মাথায় ঢুকে গিয়েছিলো। আমি আশার করছি কালই পুরোটা জানাতে পারবো।--তানভির (আলাপ | অবদান) ১৯:২১, ৩১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
কলেজটির পুরো নাম সরকারী কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহ সংক্ষেপে সরকারী কে. সি. কলেজ, ঝিনাইদহ। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানাতে দেরি হলো। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।--তানভির (আলাপ | অবদান) ০৩:৩৯, ২ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
"ঝিনাইদহ" কি অফিশিয়াল নামের অংশ? --রাগিব (আলাপ | অবদান) ১৮:২০, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
না, আমার সোর্স আমাকে বলেছে, সরকারী কেশব চন্দ্র কলেজ, ঝিনাইদহে কলেজটি অবস্থিত।--তানভির (আলাপ | অবদান) ১৮:৩৫, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
তবে ব্যাপারটি নিয়ে আরেকটু নিশ্চিত হবার প্রয়োজন আছে। সচারচর বিশ্ববিদ্যালয় ছাড়া, এধরনের প্রতিষ্ঠানে সাথে জেলার নাম জুড়ে দেওয়া হয়। সেটা অনেকক্ষেত্রে অফিসিয়ালি।--তানভির (আলাপ | অবদান) ১৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]