আলাপ:লোকনাথ ব্রহ্মচারী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম (মূল্যায়ন - মান ২য়, গুরুত্ব মধ্যম)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ২য়-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্যম  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্যম-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

বয়সের বিশ্বাসযোগ্যতায় সন্দেহ[সম্পাদনা]

উক্ত ব্যক্তির বয়স ১৬০ বছর বলা হচ্ছে। এটি অবিশ্বাস্য। উপযুক্ত তথ্য প্রমাণ দেওয়া উচিৎ। B. Mandal (আলাপ) ২২:১৭, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

লোকনাথ বাবা[সম্পাদনা]

@Nilesh Saha: সুধী, সম্প্রতি আপনার করা সম্পাদনাটি সম্পাদনা সারাংশ ছাড়া বাতিল করায় দুঃখিত। আমি লক্ষ্য করলাম, আপনি সঠিক ভাবে তথ্যসূত্র দিতে পারছেন না। <ref> তথ্যসূত্র </ref> এই ফরম্যাটে তথ্যসূত্র দিতে পারেন। এখানে তথ্যসূত্র শব্দের স্থানে লিংকটি দিবেন। আরও উচ্চতর পদ্ধতিগুলো নিয়মিত সম্পাদনা করলেই শিখে যাবেন। শুভ কামনা। —ইয়াহিয়া (আলাপঅবদান) ০৯:২৮, ৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। নতুন সম্পাদনা শুরু করেছিলাম ঐসময়। তাই বুঝতে পারিনি। 😐 Nilesh Saha (আলাপ) ০৭:৫৩, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]