আলাপ:রেশম তন্তু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম বিভ্রান্তি[সম্পাদনা]

অনেকেই নাম বিভ্রান্তির কারনে রেশম, তুঁত রেশম এবং রেশম চাষ কে একসাথে গুলিয়ে ফেলে। তাই ভালোমতো না জেনে এই তিনটা আর্টিকেল কে কেও একত্রিত বা উইকিপিডিা থেকে সরাবেন না।

  1. রেশম - একধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু, যার কয়েকটি ধরন বস্ত্রশিল্প বয়নের কাজে ব্যবহার করা হয়। আপনারা এটাকে সিল্ক নামেই বেশি চিনবেন।
  2. তুঁত রেশম - এই প্রজাতির রেশম পোকার প্রধান খাদ্য তুঁত গাছের পাতা বলে এদেরকে তুঁত রেশম পোকা বা Mulerry Silkworm বলে। তুঁত রেশম বা বোমবিক্স মোরি (ইংরেজী: Bombyx mori) আর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত ইনসেক্টা শ্রেণীর লেপিডটেরা বর্গের পতঙ্গ।
  3. রেশম চাষ - রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকা প্রতিপালনকে রেশম চাষ বলে। এটি ফলিত প্রাণিবিজ্ঞান এর অন্যতম একটি শাখা।

এ তিনটি বিষয়েই বিস্তারিত তথ্য যোগ করার আছে এবং এ বিষয়ে খুব দ্রুত কাজ করবো সমন্বিতভাবে। ততক্ষন পর্যন্ত এই আর্টিকেল কে অসম্পূর্ন বা একই ধরনের আর্টিকেল মনে করে বিভ্রান্ত হবেন না। Nahid Hossain ১১:৫৩, ১৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)