আলাপ:রেলভবন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরকারী সব ভবনের নামে যদি নিবন্ধ তৈরি শুরু হয় তাহলে কেমন হয়? যেমন মৎস ভবন, সেতু ভবন, গণপূর্ত ভবন ইত্যাদি। আসলে এগুলো সরকারী গুরুত্বপূর্ণ দপ্তর হলেও উইকিপিডিয়ায় ভুক্তি দেওয়ার মত উল্লেখযোগ্য কোন ইতিহাস, ঘটনা বা কারণ নাই। অন্যদের কি মত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৪৩, ২৫ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সব সরকারি ভবন নিয়ে অবশ্যই নিবন্ধ সৃষ্টি করার প্রয়োজন নেই। কিন্তু মন্ত্রকের গুরুত্ব ও ইতিহাসের ভিত্তিতে তাদের ঐতিহ্যবাহী সদর কার্যালয়গুলি যেমন দিল্লির নর্থ ব্লক, সাউথ ব্লক, রেল ভবন, বাণিজ্য ভবন বা কলকাতার মহাকরণ, নব মহাকরণ, রবীন্দ্রসদন ইত্যাদি সম্পর্কে নিবন্ধ সৃষ্টি করাই যায়। এই নিবন্ধে অবশ্য তথ্য কিছু কম আছে। আপাতত এটাকে অসম্পূর্ণ স্ট্যাব দিয়ে রাখা যায়। যেমন ইংরেজি পাতাটিতে করা আছে। --অর্ণব দত্ত ১৬:২৩, ২৫ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
এটাকে দ্ব্যর্থতা নিরসন করাও দরকার। কেননা বাংলাদেশ রেলওয়ের সদরদপ্তর (যা চট্টগ্রামের অবস্থিত) ও একই নামে পরিচিত (ইংরেজি নামটিই বেশি চালু, সিআরবি, কিন্তু বাংলাতে ওটাকেও রেলভবন বলে)।
আরেকটা প্রশ্ন হলো, উল্লেখযোগ্যতার দিক থেকে এটি কি চাণক্যপুরীর মতো খ্যাতনামা? --রাগিব (আলাপ | অবদান) ১৬:৫২, ২৫ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
রাগিব ভাইয়ের প্রশ্নের উত্তরে জানাই, রেলভবন একটি বিখ্যাত স্থাপনা। তবে চাণক্যপুরীর সঙ্গে এর তুলনা চলবে না। কারণ চাণক্যপুরী একটি অঞ্চল, রেলভবন একটি স্থাপনা। বরং এর তুলনা চলতে পারে সাউথ ব্লকের সঙ্গে। --অর্ণব দত্ত ০৬:২৯, ২৬ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]