আলাপ:রামকৃষ্ণ পরমহংস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান প্রভাল, গুরুত্ব উচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রভাল-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 উচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী উচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প ধর্ম (মূল্যায়ন - মান ২য়, গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় ধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ২য়-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

মহেন্দ্রলাল সরকার[সম্পাদনা]

মহেন্দ্রলাল সরকার কি চিকিৎসক মহেন্দ্রলাল সরকার? আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। তবে সুনীল গঙ্গোপধ্যায় এর প্রথম আলো উপন্যাসে তার(চিকিৎসক মহেন্দ্রলাল সরকার) চরিত্রটি ঘোর নাস্তিক বা পূজা-অর্চনা বিরোধী রূপে দেখানো হয়েছে আমার যতদূর মনে পড়ছে। তাই প্রশ্নটি করলাম। রাজিবুল ২০:৩৫, ১২ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

মহেন্দ্রলাল সরকার was not only চিকিৎসক he was the founder of "Indian association for Cultivation of science" where CV Raman did his nobel winning work. [১] --সপ্তর্ষি ০২:১৬, ১৩ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:রামকৃষ্ণ পরমহংস/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Robin shaha (আলাপ · অবদান) ১৫:০৩, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


শেষ দিন[সম্পাদনা]

প্রিয় অর্ণব দত্ত , নিবন্ধনটির ‘শেষ দিন’ শিরোনামে লিখা অংশটুকু কপি করা হয়েছে। হয়তো নিবন্ধনের আরও অনেক অংশই কপি করা হয়েছে যা এখনো চোখে পড়েনি। বর্ণনাগুলো অন্যভাবে উপস্থাপন করা যেতে পারে।



ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
    বানান ও ব্যাকরণ যাচাই করা হয়নি
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
    বেশ কিছু অংশ কপি হয়েছে।
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
    উত্তীর্ণ
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:
    কপিরাইট রয়েছে।