আলাপ:রাজনীতি (এরিস্টটল)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটির নাম ইংরেজিতে না দিয়ে অ্যারিস্টটলের রাজনীতি এই রকম দিলে সুন্দর হত। তবে ইংরেজিসহ অন্য উইকি দেখে যা বুজলাম, নিবন্ধটির নাম রাজনীতি (এরিস্টটল) এই রকম করা যেতে পারে। আমি এই নামে পুনঃনির্দেশ দিলাম, আশা করি কারো অমত হবে না। লিমন ২১:৫৬, ৭ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে এই নিবন্ধের নাম Greek: Πολιτικά এর উচ্চারন অনুসারে পলিটিক্স (অ্যারিস্টটল) বা পলিটিক্স (বই) করা উচিত। এক্ষেত্রে জার্মান ভাষায় রচিত en:Das Kapital বা ল্যাটিন ভাষায় রচিত en:Philosophiæ Naturalis Principia Mathematica এর নামকরণ দেখা যেতে পারে। আর এই বইটি পলিটিক্স নামেই মানুষের কাছে বেশি পরিচিত।

রাহাত (আলাপ) ০১:৪২, ৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমি ইংরেজি নামের পক্ষে না। তবে এটিকে নতুন নামে(!) সরানো বা পলিটিক্স (এরিস্টটল) থেকে এখানে পুনঃনির্দেশ করা যেতে পারে। লিমন ১২:৪৯, ৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]