আলাপ:পদ্মা সেতু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্ধ সুরক্ষিত[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: :ভাই পাতাটিকে অর্ধ সুরক্ষিত করে দেন । কারণ অধিক পরিদর্শিত পাতা ও অধিক মাত্রায় ধ্বংসপ্রবণ।—নোমান(আলাপ) · (অবদান) ০৪:২৮, ৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. আব্দুল্লাহ আল নোমান, করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৮, ৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ১৫ জুন ২০২২[সম্পাদনা]

নির্মাণের ইতিহাস অংশের শুরুতে এই অংশটি যুক্ত করার অনুরোধ জানাচ্ছি,

১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানী ও দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জন্য ৩,৬৪৩.৫০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। ৫ কিলোমিটার দীর্ঘ এবং ১৮.১০ মিটার চওড়া এই সেতুটিকে দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসাবে বিবেচনা করা হয়। ১৯৯৯ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করার এবং ২০০৪ সালের জুনে শেষ করার প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত পরিমাণ ২৬৯৩.৫০ কোটি টাকা বিদেশী উৎস থেকে এবং ৭৫০ কোটি টাকা জাতীয় উৎস থেকে জোগান দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।[১]

২০০৬-২০০৭ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে।[২] 103.253.45.105 (আলাপ) ১০:৫৫, ১৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@103.253.45.105  করেছিনোমান (আলাপ) · (অবদান) ১৬:৩৫, ১৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
২৬৯৩ এর জায়গায় ২৮৯৩ হবে। ০২:৫৬, ১৬ জুন ২০২২ (ইউটিসি)— 43.245.123.193 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@43.245.123.193 (আলাপঅবদান)  করা হয়নি। দয়া করে তথ্যসূত্রসহ প্রস্তাবনা দিন।—নোমান (আলাপ) · (অবদান) ১৮:৫৪, ১৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. আব্দুল্লাহ আল নোমান: এই তথ্যসূত্রটিতেই [১] দেওয়া আছে, দেখুন। 103.230.107.42 (আলাপ) ০৪:০৩, ২৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. "পাক্ষিক আহ্‌মদী - নব পর্যায় ৬১বর্ষ | ৬ষ্ঠ সংখ্যা | ৩০শে সেপ্টেম্বর ১৯৯৮ইং | The Fortnightly Ahmadi - New Vol: 61 Issue: 06 Date: 30th September 1998"। Ahmadiyya Muslim Jama'at, Bangladesh.। ৩০ সেপ্টেম্বর ১৯৯৮: 40। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 
  2. Bārshika unnaẏana karmasūcī। Parikalpanā Kamiśana, Gaṇaprajātantrī Bāṃlādeśa Sarakāra.। ২০০৬। পৃষ্ঠা 623। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 

সম্পাদনার অনুরোধ, ২৬ জুন ২০২২[সম্পাদনা]

পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ।[১] 103.126.23.111 (আলাপ) ১৭:০৮, ২৬ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. "স্বপ্নের সেতু"patrika71.com। Sayful islam। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
ইতোমধ্যে তথ্যটি রয়েছে।—নোমান (📨আলাপ📝অবদান) ০৪:৪৮, ২৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

সেতুর দৈর্ঘ্য ফুটে ভুল[সম্পাদনা]

1 মিটার=3.28084 ফুট হয় (মেট্রিক পদ্ধতিতে) Usoejw9 (আলাপ) ১০:৪৯, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Usoejw9 ঠিকই আছে। এটি স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত। টেমপ্লেট:রূপান্তর দেখুন।~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:৩৭, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে টেমপ্লেট ঠিক করুন। ফুট ভুল দেওয়া Usoejw9 (আলাপ) ১৪:২০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Usoejw9 ভুল না। সবগুলোই গ্রহণযোগ্য। যাইহোক,এবার দেখুন ঠিক আছে। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৫:১০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি কিমি থেকে ফুট বের করার কোন পদ্ধতি অনুসরণ করেছেন? সবগুলোই গ্রহণযোগ্য বললে তো হবে না কারণ যারা ভার্সিটি বা সরকারি চাকরির পরীক্ষার্থী তারা যেকোনো একটা উত্তর দিলে সেটার নম্বর পাবে না। কিমি থেকে ফুট বের করার দুটো নিয়ম। ১. মেট্রিক ও ২. ব্রিটিশ। আপনি কোনটা ব্যবহার করেছেন বলবেন। Usoejw9 (আলাপ) ১৫:৫৫, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Usoejw9 বর্তমানে পদ্মা সেতু পাতায় মেট্রিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৬:৪২, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
link টা দেবেন দয়া করে। Usoejw9 (আলাপ) ১৯:২৭, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
মানে ঠিক কোন জায়গায় মিটার থেকে ফুটে নেওয়া হয়েছে সেটার লিংক। Usoejw9 (আলাপ) ১৯:২৮, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Usoejw9 এটি দেখুন। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৯:৩০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ওই টেমপ্লেট পাতায় কি শিরোনামে দেওয়া? Usoejw9 (আলাপ) ০৫:৩১, ১০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Usoejw9 আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। তবে আপনার পূর্বের প্রশ্নটা আরও পরিষ্কার করা যাক। আপনার মতে ১মিটার=৩.২৮০৪৮। এই দাবিটি সত্য। সেই হিসাব করলে আসে ২০১৭৭.২। আর এই মান তাকে রাউন্ড করার জন্য ২০১৮০ ব্যবহার করা হয়। এতে আমি সমস্যা দেখছি না। সমস্যা হতো যদি আপনি বলতে পারতেন যে ১ ইঞ্চি=২.৫৬ মানটি ১০০ ভাগ সঠিক। আরও খোলসা করি। আমরা যখন অঙ্ক করি তখন পাই এর মান ৩.১৪১৬ ধরি। কিন্তু আসল মান কিন্তু টা নয় । আসল মান হলো ৩.১৪১৫৯২৬৫..... (শেষ নেই)। তাই নিয়ম অনুযায়ী আমাদের অঙ্ক ভুল হওয়ার কথা। কিন্তু তা হয় না। কেননা এটিও কাছাকাছি মান।তায় আশা করি ২.৮ পার্থক্যটা তেমন কিছু নয়। আর আমার জানা মতে এমন পার্থক্য নিয়ে কোনও পাবলিক পরীক্ষায় বিভ্রান্তির সৃষ্টি করা হয় না। ধন্যবাদ। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৫:৫১, ১০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
রাউন্ড করার জন্যে ঠিক বুঝলাম না? আপনি দৈর্ঘ্যের হিসাব করবেন না? Usoejw9 (আলাপ) ০৭:৪২, ১০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Usoejw9 হ্যাঁ। দৈর্ঘ্যের হিসাব করা হয়েছে। রাউন্ড বলতে কাছাকাছি পূর্ণ মনকে বুঝায়। যেমন:২০১৭৭.২ ব্যবহার না করে ২০১৮০ ব্যবহার করা। ~ নোমান (📨আলাপ📝অবদান) ০৭:৪৫, ১০ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]