আলাপ:দেবেশ রায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

নিবন্ধটি যে উল্লেখযোগ্য একজন ব্যক্তির উপর, তার কোনো প্রমাণ এই মুহূর্ত পর্যন্ত নিবন্ধে নেই। প্রচুর সংখ্যক বই ছাপা হওয়া একজন ব্যক্তির পক্ষে, তাঁর উল্লেখযোগ্যতা প্রমাণ করে না। অনুগ্রহপূর্বক উপযুক্ত তৃতীয় পক্ষীয় সূত্র দিয়ে আপনার নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করুন। আপনার অবদানে উইকিপিডিয়া সমৃদ্ধ হোক, উপযুক্ত তথ্যসূত্রসহকারে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:৪৭, ১৪ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুল ইনি যথেষ্ট উল্লেখযোগ্য ব্যক্তি। হ্যা এটা ঠিক নিবন্ধে কোনো তথ্যসুত্র নেই। তাই উল্লেখযোগ্যতার দাবি সরিয়ে তথ্যসুত্রের দাবি করাই ভালো। আর বই গুলি অনার সম্পর্কে নয়,অনার লেখা বই।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৮, ১৪ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
এই নিবন্ধের আরেকটা সমস্যা এতে পর্যাপ্ত লেখাও নেই। খালি ট্যাগ লাগানো যায়। — তানভিরআলাপ১০:২৭, ১৪ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে এমিনই অনেক বাঙালি লেখক রয়েছেন , যারা খালি বলে ডিলিট হবে, বা তথ্যসুত্র নেই। আসলে ১৯৩০-১৯৬০/৭০ সালে জন্ম অনেক কবি সাহিত্যিক দের জীবনী লিখতে গেলে কোনো তথ্যসুত্র পাওয়া যান না,উল্লেখযোগ্যতা প্রমান করা যায় না। খাতায় কলমে উল্লেখযোগ্যতা নেই।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:৪০, ১৪ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]