আলাপ:কুরআনের সমালোচনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্যাক্তিগত মতামত ও উদ্দেশ্য প্রবন সম্পাদনা।[সম্পাদনা]

এই পাতায় লেখক নিজের মর্জি মত কোন তথ্যসূত্র ব্যতীত লিখা লিখেছেন। বিষয়টি ধর্মীয় ব্যাপার হওয়ায় এই পাতায় নতুন তথ্য দেওয়ার সাথে তথ্যসূত্র প্রদান বাধ্যতামূলক করা প্রয়োজন।

লেখককে ব্লগ থেকে তথ্য প্রদানে নিষেধ করা হলো। মিনহাজ(আলাপ) ০৫:৩৫, ২৮ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভূল নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

ভূতত্ত্ব শিরনামে ভূল তথ্য দেয়া আছে পৃথিবী সমতল রেফারেন্স সুরা ৮৮ এর আয়াত ২০ সরকারি ওয়েবে চেক করে দেখুন।

http://www.quran.gov.bd/home/selectSura.html চেক করে দেখুন। কোথায় এমন বলা নেই। মিনহাজ(আলাপ) ০৪:৩০, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


পক্ষপাতদুষ্ট[সম্পাদনা]

এই নিবন্ধটিতে মনগড়া ও পক্ষপাতদুষ্ট বিভিন্ন ব্লগ কন্টেট কপি করা হয়েছে। নিবন্ধটিতে সমালোচনার দিকটিকে গৌণ রেখে খণ্ডনে দৃষ্টিপাত করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। সবচেয়ে বড় বিষয় পাতাটি একটি অনুবাদ পাতা হলেও এর কন্টেন্ট ও ইংরেজি সহ অন্যান্য উইকিপিডিয়ার তথ্য জনিত গরমিল রয়েছে। ঐশিক রেহমান (আলাপ) ০৭:০৩, ২৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: নিবন্ধের নামটি একবার চেক করার অনুরোধ করছি। — Meghmollar2017আলাপ১০:০৫, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: বুঝিনি কি করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৫, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ভাইয়া, নিবন্ধটির “কুরআনের সমালোচনা ও খণ্ডন” নামে কিছুটা পক্ষপাতের সুযোগ থাকছে। অন্যান্য নিবন্ধগুলির নাম শুধু সমালোচনা দিয়েই তৈরি হয়। বর্তমান নামটি কি নিরপেক্ষতা নীতিমালার লঙ্ঘন নয়? — Meghmollar2017আলাপ০২:৪২, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২১, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এটা অনেক আগেই বলতে চেয়েছিলাম। কিন্তু বলি বলি করে ভুলে যাওয়ার কারণে আর বলা হয়নি। 43.245.122.130 (আলাপ) ১৯:০৮, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন[সম্পাদনা]

(স) যোগ করা Zawad Mubashshir Twaha (আলাপ) ০৩:৫৯, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Zawad Mubashshir Twaha:,  করা হয়নি। উইকিপিডিয়াতে সাধারণত সম্মানসূচক (স.), (আ.), শ্রী এসব শব্দ ব্যবহার করা হয় না। সাজিদ আলাপ ০৪:০৪, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]