আলাপ:ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উক্তি[সম্পাদনা]

@NusJaS, জিয়াউর রহমান বাঙালি ছিলেন। হ্যাঁ, সেনাবাহিনীর বেশিরভাগ দাপ্তরিক কাজ ইংরেজিতে পরিচালিত হয় কিন্তু সাধারণ কথাবার্তায় জিয়া কেন অন্য আরেক বাঙালির সাথে ইংরেজিতে "Yes, I shall restart the school" বলবেন তা ঠিক খটকা লাগছে। তথ্যটির পাশে উদ্ধৃতি হিসেবে উপাধ্যক্ষ, শ্যামল কুমার শাহা (অক্টোবর ২০১৯)। "কলেজ প্রতিবেদন"। শৈলাচল, বার্ষিকি ২০১৯। ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস: ৫৫। দেওয়া। এটা কি বাংলা না ইংরেজি প্রকাশনা? সাধারণত ইংরেজি প্রকাশনা হলে উক্তি অনুবাদ করে দেওয়া হয়। আর বাংলা প্রকাশনা হলে, বাংলাতেই কী এই রকম লেখা ছিল?

দ্বিতীয় কথা হল, জিয়া যদি ইংরেজিতেই উক্তিটি করে থাকেন, তবে উইকির এই নিবন্ধটিতে উক্তিটি এভাবে লিখুন: {{cquote|Yes, I shall restart the school. (হ্যাঁ, আমি স্কুলটি পুনরায় চালু করব।)<ref name="শৈলাচল-১৯" />}} অর্থাৎ ইংরেজি উক্তির পাশে বাংলায় এর অর্থ লিখুন। আর উক্তিটি গাঢ় করার দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১১, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: আপনি হয়তো জানেন না যে, রাষ্ট্রপতি হওয়ার আগে জিয়াউর রহমান বাংলার তুলনায় ইংরেজিতেই বেশি ফ্লুয়েন্ট ছিলেন। সামরিক পরিমণ্ডলে তিনি ইংরেজিই বেশি ব্যবহার করতেন। আজ ১৫ আগস্ট হওয়ায় মনে পড়ল, কর্নেল শাফায়াত জামিল বঙ্গবন্ধু হত্যার খবর জিয়াউর রহমানকে জানালে তিনি বলেছিলেন, "প্রেসিডেন্ট ইজ ডেড, সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।"[১] আরেকটা চমকপ্রদ তথ্য হচ্ছে, বাংলা লিখতে-পড়তে দক্ষ না হওয়ায় প্রথমদিকে তিনি উর্দু[২] বা ইংরেজি বর্ণে বাংলা লিখে নিয়ে জনসভায় ভাষণ দিতেন।
দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের বেশিরভাগ অংশ বাংলা ভার্সন হওয়ায়, ম্যাগাজিনের একটা নির্দিষ্ট অংশ ইংরেজির জন্য বরাদ্ধ রেখে বাকিটা বাংলাতেই হয়। কলেজ প্রতিবেদনও বাংলাতেই লেখা ছিল। তবে এই উক্তিটি ইংরেজিতে হুবুহু এভাবেই লেখা। * NusJaS - আলাপ ২৩:৩৮, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@NusJaS, আচ্ছা তবে উক্তিটি এভাবে লিখুন: {{cquote|Yes, I shall restart the school. (হ্যাঁ, আমি স্কুলটি পুনরায় চালু করব।)<ref name="শৈলাচল-১৯" />}} আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৫, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. "'প্রেসিডেন্ট ইজ ডেড, সো হোয়াট'"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৪ 
  2. "জাগদল থেকে বিএনপি: রাজনীতিতে জিয়ার উত্থান"BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৪