আলাপ:অপারেশন খরচাখাতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

This writing style is not at all encyclopedic. It is also a very provocative and sensitive intercommunal issue.. please stick strictly to verified facts and not write quotations of statements unless it is from a very authentic verifiable document. It may be true. But it needs to be documented veriafiable truth.. not just colored and remote recollection of one witness who will obviously have conflictinginterest.. One newspaper publication may not give the ultimate stamp of authenticity.. What does "Bihari" mean? In my idea Bihari would mean someone from the state of bihar.. if it means something else it should be either explained or hyperlinked.. --user:Dr.saptarshi

আমার মনে হয় এখানে কতগুলো ব্যাপার বাংলাদেশীদের কাছে যেমন সহজেই পরিস্কার, সব বাংলাভাষীর কাছে তা নয়। যেমন "বিহারী" বলতে বাংলাদেশে বোঝানো হয় ১৯৪৭এর ভারত ভাগের পর ভারত হতে তদানিন্তন পূর্ব পাকিস্তানে অভিবাসনকারী অবাঙালি জনগোষ্ঠীকে, তারা বিহার থেকে আসুক বা না আসুক। কিন্তু এটা সবার কাছে অবধারিতভাবে পরিস্কার নাও হতে পারে, বিশেষ করে বাংলাদেশের বাইরের কারো কাছে। তাই বিহারী শব্দটি লিংক করে যথাযথ উইকি নিবন্ধে যোগ করা দরকার।
ভাষার মেরামতির দরকার আছে অবশ্যই। কয়েক জায়গায় অনুলিখন দরকার, কারণ সেটা প্রথম আলোর রিপোর্টের হুবুহু কপি হয়ে গেছে।
আর এই ঘটনাটির ব্যাপারে আরো রেফারেন্স দরকার, আমার বিশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক কোথাও না কোথাও সে রেফারেন্স পাওয়া যাবে। সেটা অচিরেই যোগ করে দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৩:১৫, ১৫ জুন ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]