উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:০২, ৩০ জুলাই ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Sojol Rana)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Asik12

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত ৬ বছর যাবৎ উইকিপিডিয়ার সথে যুক্ত আছি। আমি তিন হাজার+ সম্পাদনা ও ১৫০+এরও বেশি নিবন্ধ তৈরি ও অনুবাদ করেছি। আমি এই অধিকারটির বিষয়ে ভালো ভাবে পড়ে দেখেছি। এক কথায় এই অধিকারটির দ্বারা নতুন পাতা সমূহে ও সাম্প্রতিক পরিবর্তনে টহলদানকারী উইকিপিডিয়ানদের টহল দেবার ক্লান্তি কিছুটা হলেও দূর হবে। Asik12 (আলাপ) ১৬:০০, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Asik12: আমি আপনার লেখা বেশ কয়েকটি নিবন্ধ পড়ে দেখলাম, অনুবাদ ভালো। তবে আইসল্যান্ডে ইসলাম, জুলাইবিব, ইউক্রেনে ইসলাম নিবন্ধে আমি কিছু ভুল (যান্ত্রিকতা ও রচনাশৈলীতে ত্রুটি) পেয়েছি। দয়া করে অনুবাদগুলি ঠিক করে নিন। এই অধিকার দেওয়ার আগে আমি নিশ্চিত হতে চাচ্ছি আপনি আপনার নিজের ভুল অনুবাদ ধরতে পারছেন ও তা ঠিক করে নিচ্ছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২১, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: নিবন্ধগুলো যান্ত্রিকতা দূরের সর্বোচ্চ চেষ্টা করেছি। একটু দেখতে পারেন এখন। — Asik12 (আলাপ) ০৫:১৯, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Asik12:  করা হয়েছে, আপনার প্রতি অনুরোধ থাকবে কোনো নিবন্ধ তৈরির পর একাধিকবার পড়ে দেখবেন যাতে ভুল ত্রুটি থাকলে নজরে চলে আসে৷ আপনার উইকি যাত্রা অব্যাহত থাকুক। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪১, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

Sojol Rana

  • অনুরোধের অবস্থা:    সফল

আস্সালামুআলাইকুম, আমি দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে বাংলা উইকিপিডিয়ার সাথে আছি এবং বেশ কিছুদিন ধরে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছি। আমি ইতিমধ্যে ১০০টির অধিক নিবন্ধ তৈরি করেছি এবং আগামীতে আরো করবো ইনশাআল্লাহ। স্বয়ংক্রিয় পরীক্ষক কি সে ব্যাপারে আমি অবগত। আমাকে এই অধিকার দেয়া হলে আমার তৈরিকৃত নতুন নিবন্ধনগুলিতে টহল দেয়ার কাজের চাপ কমাবে। ধন্যবাদ। সজল রানা আলাপ ০৮:৫৪, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০২, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]