উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:১৬, ২ জানুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎ইয়াহিয়া)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Shahriar Islam Alvi

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত সম্পাদক। এছাড়া আমি ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন টেমপ্লেট তৈরি করে থাকি। তবে আমার মোবাইলের সমস্যার জন্য অনেক সময়েই সম্পাদনায় ভুল করে ফেলি। তাই আমি রোলব্যাকের অধিকার পেতে ইচ্ছুক। তাছাড়া অনেক সময় দেখা যায় অনেক অনিবন্ধিত ব্যবহারকারী একাধিকবার ধ্বংসপ্রবণতা চালায় বা অসংলগ্ন সম্পাদনা করে। এ সময় রোলব্যাকের অধিকার দরকার হয়। ~ শাহরিয়ার স্যার (আলাপ) ০২:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য@Shahriar Islam Alvi: মনে হচ্ছে এই অধিকার সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। বিষয়টি না বুঝে কখনোই অধিকারের আবেদন করবেন না। — ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
কয়েকবার পড়েছি ভাই — Shahriar Islam Alvi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Shahriar Islam Alvi: বাংলা উইকিপিডিয়ায় নতুন এসে আপনি ভালো অবদান রাখছেন ও তা চালিয়ে যান। তবে আমার মনে হয় আপনার আরো অভিজ্ঞতা প্রয়োজন, কেবল ২০-২৫টি সম্পাদনা হাত দ্বারা রোলব্যাক করেছেন বলে এটি পাবেন না। আপনার কারণে বলা প্রথম দুটি সাথে এটির সম্পর্ক নাই, তৃতীয় যে কারণ বলেছেন সেটাই ঠিক আছে। অনুগ্রহ করে মাস খানেক পর আবার আবেদন করেন। অনেকে উইকিতে এসে কিছু অবদান রেখে অধিকারের আবেদন করে ও পাবার পর নাই হয়ে যায়। আপনি তা নন সেটাও নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ফাঁকে আপনি আপনার ব্যবহারকারী:Shahriar Islam Alvi/common.js-এ mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); যোগ করে নিতে পারেন যা দিয়ে আপনি মোবাইলে রোলব্যাক করতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৩, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই অনেকেই ধ্বংসপ্রবণ বা প্রচারণামূলক সম্পাদনা করে আরোও সম্পাদনা করে যাতে পূর্বাবস্থায় ফেরত করতে না পারি। এ জন্য রোলব্যাকের অধিকার প্রয়োজন খুবই বেশী। যদি দিয়ে দিতেন। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০৯:১৫, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি অল্প সময়ে একাধিকবার বিভিন্ন অধিকারের আবেদন সম্প্রদায়ে খুব ভালো চোখে দেখা হয় না। তার উপর না জেনে এরপূর্বে অল্প সময়ে আপনি ৮ ডিসেম্বর স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক, ১১ ডিসেম্বর পুনরায় রোলব্যাক এবং ১৭ ডিসেম্বর পুনরায় রোলব্যাকের আবেদন করেছেন। ১০ দিন সময়ের ব্যবধানে আপনি ৪ বার অধিকারের আবেদন করেছেন। এবার ইংরেজি Hat collecting রচনাটি পড়ুন। দয়া করে অবদান রাখতে থাকুন। যেহেতু আপনি অনেকবার আবেদন করে ফেলেছেন তাই আগামী ৩ মাস পূর্বে দয়া করে আর আবেদন করবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৫, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাট কালেকটিং নিবন্ধটি কি বাংলায় নেই? অনুবাদ করতে পারি? ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০২:৪৬, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Shahriar Islam Alvi: পারেন। আপনি যদি অনু্বাদ করেন (এবং অনুবাদ যদি যান্ত্রিক না হয়) তাহলে অবশ্যই বাংলাউইকির উপকার হবে — Ahmad ০৭:৩৮, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ইয়াহিয়া

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় আমি দুই বছর যাবৎ সম্পাদনা চালিয়ে যাচ্ছি। "রোলব্যাক" ও "ধ্বংসপ্রবণতা" নীতি সম্পর্কে আমি অবগত। কিছু ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে গিয়ে মনে হলো রোলব্যাকার অধিকারটি থাকলে কাজটি সহজ হতো। তাছাড়া আমি SWViewer টুলসটি ব্যবহার করতে আগ্রহী। আমার কাছে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মান বজায় রাখতে এই টুলসটি খুবই কার্যকরী মনে হয়েছে। কিন্তু টুলসটি ব্যবহার করতে হলে লোকাল অথবা গ্লোবাল যে কোনো একটি প্রকল্পে রোলব্যাক অধিকার থাকতে হয়। তাই আমি বাংলা উইকিপিডিয়ায় রোলব্যাকার অধিকারটি চাচ্ছি। ইয়াহিয়া (আলাপ) ১১:২৩, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ieahhiea: শুভেচ্ছা। আমি খুঁজে দেখলাম আপনি শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট ৬২ বার ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করেছেন। আপনি যদি কেবল মাঝেমধ্যে চোখে পড়া ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে চান তবে mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); কোডটি ব্যবহারকারী:Ieahhiea/common.js পাতায় যোগ করে নিতে পারেন, যা দ্বারা মোবাইলেই আপনি রোলব্যাক করতে পারবেন, এমনকি যদি রোলব্যাক অধিকার নাও থাকে। SWViewer সরঞ্জামের কথা উল্লেখ করেছেন কিন্তু আমার অভিজ্ঞতা বলে আপনি এটা খুলে সারাদিন ফেলে রাখলেও রোলব্যাক করার মত সম্পাদনা খুঁজে পাবেন না বাংলা উইকির জন্য। বাংলা উইকিতে সম্পাদনার জন্য লোকজন এমনিতেই কম, আমি চাই না আপনি SWViewer দিয়ে ধ্বংসাত্মক সম্পাদনা খুঁজতে সারদিন নষ্ট করুন।
১) আপনি কি জানেন কোথায় গেলে সবচেয়ে বেশী ধ্বংসাত্মক সম্পাদনা খুঁজে পাবার সম্ভাবনা রয়েছে? (লিঙ্কটা এখানেই আছে)
২) আপনি কি নিয়মিত টহল দিবেনা কেবল মাঝে মধ্যে? সৎ উত্তর আশা করছি।
--আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৬, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আফতাবুজ্জামান সাথে একমত. আপনি যদি ছোটো উইকি গুলি বা অন্যান্য উইকিগুলি পেট্রল করতে না চান তাহলে SWViewer আপনার কোনো কাজে আসবে না। বাংলা উইকিপডিয়ায় সম্পাদনা/মিনিট খুব কম। আপনার শুধু সময় নষ্ট হবে। আমি আমার SWMT ক্রিয়াকলাপের অংশ হিসাবে একইসময়ে এই উইকি এবং শত অন্যান্য উইকিগুলিকে SWViewer-এর সাহায্যে টহল দি। এজন্য আমার সময় "নষ্ট" হয় না। mobileUndo আপনাকে দ্রুত একক সম্পাদনা বাতিল করতে দেয় কিন্তু আপনি রোলব্যাক-এর মত একসঙ্গে অনেক গুলি সম্পাদনা বাতিল করতে পারবেন না এটি দ্বারা। আপনি ইচ্ছা করলে টুইঙ্কল ব্যবহার করতে পারেন বা mw.loader.load('//www.wikidata.org/w/index.php?title=User:Ricordisamoa/Rollback.js&action=raw&ctype=text/javascript'); কোডটি ব্যবহারকারী:Ieahhiea/common.js পাতায় যোগ করে নিতে পারেন। এটি কতটা রোলব্যাক-এর মত আচরণ করে তা আপনি দেখে চমকে যাবেন! Masumrezarock100 (আলাপ) ০৫:২৭, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। কোডটি মোবাইল সম্পাদনায় সময় বাচাবে। সমস্যা হচ্ছে "পুনর্বহাল" এর মতো এটি দ্বারাও একসাথে একটি সম্পাদনা বাতিল করা যায়। আপনারা যেহেতু বলছেন SWViewer সময় নষ্ট করবে এবং বাংলা উইকির বাইরে অন্য উইকিতে কাজ করার তেমন ইচ্ছাও আমার নেই। তাই এটির চিন্তা আপাতত বাদ দিলাম। আমি উইকিডাটা, ইংরেজি উইকিপিডিয়া ও কমন্সে অনিয়মিতভাবে সম্পাদনা করি। তবে তার জন্য এরকম কোনো টুলের দরকার নেই।
১) আমি বাংলা উইকিপিডিয়ায় আসলেই প্রথমে আমার নজরতালিকা এবং সাম্প্রতিক পরিবর্তন পাতাগুলো আগে ঘুরে আসি। অগঠনমূলক সম্পাদনার ক্ষেত্রে আমি সারাংশ সহ ম্যানুয়ালি বাতিল করি। চরম অবমাননাকর সম্পাদনার ক্ষেত্রে টুইংকেল ব্যবহার করি। যখন কেউ পর পর একাধিক অগঠনমূলক সম্পাদনা করে তখন রিভার্ট একটু জটিল হয়ে যায়। এক্ষেত্রে, রোলব্যাকার অধিকারটি কাজে দিবে।
২) বর্তমানে আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত। এবং ভবিষ্যতেও থাকতে চাই। --ইয়াহিয়া () ০৬:৪৩, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Ieahhiea: ১ নং উত্তর হিসেবে এই লিঙ্কটার কথা জানতে চাচ্ছিলাম মূলত (যা বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তনসমূহ এর শুরুর দিকে "আইপি থেকে অবদান" লেখায় ক্লিক করে পাওয়া যাবে)।  অধিকার দেয়া হল। বাংলাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যান। (টীকা: যদিও ইংরেজিতে revert বলে কিন্তু বাংলায় এটি "প্রত্যাবর্তন" বা "পুনর্বহাল"। বাংলায় আমাদের বাংলা পরিভাষা ব্যবহার করা উচিত :) --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:১৬, ২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]