আহমদ আলী এনায়েতপুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা DelwarHossain (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:৪০, ৫ জুলাই ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল ("Ahmed Ali Enayetpuri" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আহমদ আলী এনায়েতপুরী একজন বাঙালি পাকিস্তানী লেখক, সাংবাদিক এবং রাজনীতিবিদ ছিলেন। ব্রিটিশ সরকার তাকে শামসুল উলামা (জ্ঞানীদের সূর্য) উপাধিতে ভূষিত করেন।

প্রাথমিক জীবন

এনায়েতপুরী ২১ জানুয়ারি ১৮৮২ সালে ইনায়েতপুর, যশোর জেলা, বাংলার প্রেসিডেন্সী, ব্রিটিশ রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ইরাকী বংশধর ছিলেন। ইসলামী ধর্মপ্রচারক আবু বকর কর্তৃক তাকে ইসলামিক ধর্মতত্ত্ব, উর্দু ও ফারসি ভাষা শেখানো হয় । তিনি ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করেন এবং শামসুল উলামা (জ্ঞানীদের সূর্য) উপাধী পেয়েছিলেন। [১]

কর্মজীবন

এনায়েতপুরী১৯২৪ সালে শরিয়ত নামে একটি মাসিক পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং তিনি এ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পত্রিকাটির নাম শরিয়াত-ই-ইসলাম নামকরণ করেন। এটি কলকাতায় হানাফি মাজহাব সমর্থিত একমাত্র পত্রিকা ছিলো। [২] [৩] তিনি ৩২ বছর ধরে শরিয়াত-ই-ইসলামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৪ সালে ব্রিটিশ সরকার তাঁকে খান সাহেব বানিয়েছিল। তিনি যশোর জেলা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৭ সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ আসন থেকে বাংলা আইন সভার সদস্য নির্বাচিত হন। ১৯৩৮ সালে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর উপাধি দেয়। বাংলা আইন সভার একটি অধিবেশনে তিনি প্রাথমিক শিক্ষা বিনামূল্যে চালু করতে বিল উত্থাপন করেন। [১] [৪] [৫]

মৃত্যু

এনায়েতপুরী ৪ জানুয়ারি ১৯৫৯ সালে যশোর জেলার, এনায়েতপুরে মৃত্যুবরণ করেন। [১]

তথ্যসূত্র

  1. Uddin, M Afaz। "Enayetpuri, Ahmed Ali"en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। Banglapedia। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮ 
  2. Isalāma, Mustāphā Nūraula (১৯৭৩)। Bengali Muslim public opinion as reflected in the Bangali press, 1901-1930 (ইংরেজি ভাষায়)। Bangla Academy। পৃষ্ঠা 306। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮ 
  3. Journal of the Asiatic Society of Bangladesh: Humanities (ইংরেজি ভাষায়)। Asiatic Society of Bangladesh। ১৯৮৪। পৃষ্ঠা 113। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮ 
  4. Indian Annual Register (ইংরেজি ভাষায়)। Annual Register Office.। ১৯৪১। পৃষ্ঠা 206। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮ 
  5. Aziz, Khursheed Kamal (১৯৯২)। Public life in Muslim India, 1850-1947: a compendium of basic information on political, social, religious, cultural and educational organizations active in pre-partition India (ইংরেজি ভাষায়)। Vanguard। পৃষ্ঠা 285। আইএসবিএন 9789694021195। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৮