২,০০,১০৩টি
সম্পাদনা
অ (বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?) |
|||
[[
'''নিউক্লিয় ফিশন''' একটি নিউক্লিয়ার বিক্রিয়া যেখানে [[পারমাণবিক নিউক্লিয়াস|পারমাণবিক নিউক্লিয়াসের]] ভাঙন ঘটে এবং তা ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিভক্ত হয়। এক্ষেত্রে নিউক্লিয়াস নিউট্রন এবং অপেক্ষাকৃত কম ভরবিশিষ্ট নিউক্লিয়াসে পরিণত হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে [[গামা রশ্মি|গামা রশ্মির]] আকারে [[ফোটন]] নির্গত হয়। ভারী পদার্থের ক্ষেত্রে নিউক্লিয় ফিশন একটি তাপ উৎপাদী বিক্রিয়া যা বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। এই শক্তি তড়িৎ-চুম্বকীয় বিকিরণ বা গতিশক্তিরূপে নির্গত হতে পারে। শক্তি উৎপাদনের জন্য ফিশন বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের মোট
[[পারমাণবিক শক্তি]] উৎপাদনের জন্য ফিশন বিক্রিয়া ব্যবহৃত হয়। এছাড়া [[পারমাণবিক অস্ত্র|পারমাণবিক অস্ত্রের]] বিস্ফোরণ সরিয়ে নেবার জন্যও এই বিক্রিয়া ব্যবহৃত হয়। উভয় পদ্ধতিই সম্ভব হয়েছে কারণ কিছু কিছু পদার্থ যাদেরকে পারমাণবিক জ্বালানি বলে, তারা মুক্ত নিউট্রনের আঘাতের ফলে এই ফিশন বিক্রিয়া ঘটায়। এর ফলে [[শিকল বিক্রিয়া|শিকল বিক্রিয়ার]] মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। [[পারমাণবিক চুল্লী|পারমাণবিক চুল্লীতে]] এই বিক্রিয়াকে নিয়ন্ত্রিতভাবে ঘটাতে না পারলে ব্যাপক বিস্ফোরণ ঘটতে পারে।
== বহিঃসংযোগ ==
* [http://www.atomicarchive.com/Effects/index.shtml পারমাণবিক অস্ত্রের প্রভাব]
* [http://alsos.wlu.edu/qsearch.aspx?browse=science/Fission নিউক্লীয় ফিশন সম্বন্ধে Alsos Digital Library এর গ্রন্থ ও রচনাবলির তালিকা]
* [http://www.atomicarchive.com/Movies/Movie4.shtml নিউক্লীয় ফিশনের অ্যানিমেশন]
[[
[[
|
সম্পাদনা