অর্থনীতিবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mjbmrbot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: it:Economicismo
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
৩ নং লাইন: ৩ নং লাইন:
'''অর্থবাদ''' (Economism) শ্রমিক আন্দোলনের এক ধরণের প্রবণতার নাম। শ্রমিক আন্দোলনে রাজনৈতিক সংগ্রাম ত্যাগ করে আংশিক আর্থিক দাবী আদায়ের যে প্রবণতা তাকে অর্থবাদ বলে। [[১৯১৭]] সালে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় তার মধ্যে একটি অন্যতম বিতর্কিত ধারা ছিল অর্থবাদ। তখনকার সময় নরমপন্থীদের অনেককেই অর্থবাদী বলে অভিযুক্ত করা হতো। [[ভ. ই. লেনিন|লেনিনের]] অনুসারী বলশেভিকরা এই অভিযোগ এনেছিল। তাদের মতে সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য কেবলমাত্র শ্রমিকদের মজুরি বৃদ্ধি নয়, বরং এর চূড়ান্ত লক্ষ্য হল শ্রমিকদের নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা মনে করত কেবল শ্রমিকদের মজুরি বৃদ্ধির মাধ্যমে তাদের চূড়ান্ত মুক্তি লাভ সম্ভব নয়। রাশিয়ার বলশেভিক সংগঠনের মধ্যে অনেকেই অর্থবাদী ছিল। কারা অর্থবাদী এবং তাদের উপস্থিতি কিভাবে আন্দোলনের জন্য ক্ষতি বয়ে আনবে সে বিষয়ে লেনিন একটি বই লিখেছিলেন যার নাম ''কি করণীয়''। বর্তমানকালে যেহেতু শ্রমিক আন্দোলন ব্যাপকতা লাভ করেছে সেহেতু অর্থবাদ শব্দটিরও ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়, যদিও এদের অধিকাংশই সমাজতান্ত্রিক আন্দোলন হিসেবে পরিচালিত হচ্ছেনা। বর্তমানে তাই অর্থবাদ ধারাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া যেতে পারে।
'''অর্থবাদ''' (Economism) শ্রমিক আন্দোলনের এক ধরণের প্রবণতার নাম। শ্রমিক আন্দোলনে রাজনৈতিক সংগ্রাম ত্যাগ করে আংশিক আর্থিক দাবী আদায়ের যে প্রবণতা তাকে অর্থবাদ বলে। [[১৯১৭]] সালে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় তার মধ্যে একটি অন্যতম বিতর্কিত ধারা ছিল অর্থবাদ। তখনকার সময় নরমপন্থীদের অনেককেই অর্থবাদী বলে অভিযুক্ত করা হতো। [[ভ. ই. লেনিন|লেনিনের]] অনুসারী বলশেভিকরা এই অভিযোগ এনেছিল। তাদের মতে সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য কেবলমাত্র শ্রমিকদের মজুরি বৃদ্ধি নয়, বরং এর চূড়ান্ত লক্ষ্য হল শ্রমিকদের নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা মনে করত কেবল শ্রমিকদের মজুরি বৃদ্ধির মাধ্যমে তাদের চূড়ান্ত মুক্তি লাভ সম্ভব নয়। রাশিয়ার বলশেভিক সংগঠনের মধ্যে অনেকেই অর্থবাদী ছিল। কারা অর্থবাদী এবং তাদের উপস্থিতি কিভাবে আন্দোলনের জন্য ক্ষতি বয়ে আনবে সে বিষয়ে লেনিন একটি বই লিখেছিলেন যার নাম ''কি করণীয়''। বর্তমানকালে যেহেতু শ্রমিক আন্দোলন ব্যাপকতা লাভ করেছে সেহেতু অর্থবাদ শব্দটিরও ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়, যদিও এদের অধিকাংশই সমাজতান্ত্রিক আন্দোলন হিসেবে পরিচালিত হচ্ছেনা। বর্তমানে তাই অর্থবাদ ধারাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া যেতে পারে।


==তথ্যসূত্র==
== তথ্যসূত্র ==
* দর্শনকোষ: সরদার ফজলুল করিম; প্যাপিরাস।
* দর্শনকোষ: সরদার ফজলুল করিম; প্যাপিরাস।


[[Category:অর্থনৈতিক আদর্শ]]
[[বিষয়শ্রেণী:অর্থনৈতিক আদর্শ]]
[[Category:মার্ক্সবাদ]]
[[বিষয়শ্রেণী:মার্ক্সবাদ]]


[[de:Ökonomismus]]
[[de:Ökonomismus]]

০৭:২০, ২০ মে ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

অর্থবাদ (Economism) শ্রমিক আন্দোলনের এক ধরণের প্রবণতার নাম। শ্রমিক আন্দোলনে রাজনৈতিক সংগ্রাম ত্যাগ করে আংশিক আর্থিক দাবী আদায়ের যে প্রবণতা তাকে অর্থবাদ বলে। ১৯১৭ সালে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় তার মধ্যে একটি অন্যতম বিতর্কিত ধারা ছিল অর্থবাদ। তখনকার সময় নরমপন্থীদের অনেককেই অর্থবাদী বলে অভিযুক্ত করা হতো। লেনিনের অনুসারী বলশেভিকরা এই অভিযোগ এনেছিল। তাদের মতে সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য কেবলমাত্র শ্রমিকদের মজুরি বৃদ্ধি নয়, বরং এর চূড়ান্ত লক্ষ্য হল শ্রমিকদের নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তারা মনে করত কেবল শ্রমিকদের মজুরি বৃদ্ধির মাধ্যমে তাদের চূড়ান্ত মুক্তি লাভ সম্ভব নয়। রাশিয়ার বলশেভিক সংগঠনের মধ্যে অনেকেই অর্থবাদী ছিল। কারা অর্থবাদী এবং তাদের উপস্থিতি কিভাবে আন্দোলনের জন্য ক্ষতি বয়ে আনবে সে বিষয়ে লেনিন একটি বই লিখেছিলেন যার নাম কি করণীয়। বর্তমানকালে যেহেতু শ্রমিক আন্দোলন ব্যাপকতা লাভ করেছে সেহেতু অর্থবাদ শব্দটিরও ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়, যদিও এদের অধিকাংশই সমাজতান্ত্রিক আন্দোলন হিসেবে পরিচালিত হচ্ছেনা। বর্তমানে তাই অর্থবাদ ধারাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া যেতে পারে।

তথ্যসূত্র

  • দর্শনকোষ: সরদার ফজলুল করিম; প্যাপিরাস।