এয়াজেন জ্যানসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Badal Baul (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Badal Baul (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন: ১০ নং লাইন:


যৌবনে পেরসেউসের কাছে শিক্ষাগ্রহণের সময় তিনি পোর্ট্রেট আঁকা ও স্টিল লাইফ আঁকা শেখেন। কিন্তু পরে দেখেন যে, তাঁর শহরের ছবি আঁকতেই তাঁর বেশি ভাল লাগছে।
যৌবনে পেরসেউসের কাছে শিক্ষাগ্রহণের সময় তিনি পোর্ট্রেট আঁকা ও স্টিল লাইফ আঁকা শেখেন। কিন্তু পরে দেখেন যে, তাঁর শহরের ছবি আঁকতেই তাঁর বেশি ভাল লাগছে।

তিনি সারাজীবন দক্ষিণ স্টকহোমের একটি বাড়িতে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে বাস করেন। তাঁর বাড়ি থেকে রিডারজারডেন, গামলা স্টান ও মধ্য স্টকহোমের পুরোটাই দেখা যেত। এখানেই তিনি ১৮৯০-এর দশক থেকে ১৯০৪ সালের আগে আঁকা তাঁর স্টকহোমের নৈশ দৃশ্যগুলি আঁকেন। এই ছবিতে নীল রঙের ব্যবহার চোখে পড়ার মতো। শেষের দিকে তাঁর ছবিগুলি সরল ও বিমূর্ত হয়ে উঠেছিল।





১৯:৩০, ৩১ জানুয়ারি ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

এয়াজেন জ্যানসন
রিডারজারডেন ইন স্টকহোম, ১৮৯৮, ন্যাশানালমিউজিয়াম, স্টকহোম

এয়াজিন ফ্রেডরিক জ্যানসন (স্টকহোম, ১৮ মার্চ, ১৮৬২ - স্কারা, ১৫ জুন, ১৯১৫) ছিলেন একজন সুইডিশ চিত্রকর। তিনি তাঁর নীল রং-প্রধান রাত্রিকালীন নিসর্গ ও নগরদৃশ্যাঙ্কনের জন্য বিখ্যাত। জীবনের শেষ পর্বে ১৯০৪ সাল থেকে তিনি প্রধানত নগ্ন পুরুষদের ছবি আঁকতেন। এর আগে তাঁর চিত্রকলায় নীল রঙের প্রাধান্যের জন্য তাঁকে "নীল চিত্রকর" (blåmålaren) বলা হত।

জ্যানসনের পরিবার শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত হলেও, তাঁরা শিল্প ও সংগীতে আগ্রহী ছিলেন এবং দুই পুত্র এয়াজেন ও তাঁর ছোটোভাই অ্যাড্রিয়ানের ব্যাপারে উচ্চাশা পোষণ করতেন। এয়াজেন স্টকহোমের জার্মান স্কুলে পিয়ানো শিখেছিলেন। চোদ্দো বছর বয়সে স্কারলেট ফিভারে আক্রান্ত হয়ে এয়াজিনের স্বাস্থ্য ভেঙে পড়ে। ভগ্নস্বাস্থ্য তাঁর সারাজীবনের সঙ্গী হয়। তাঁর দৃষ্টি ও শ্রবণশক্তি হ্রাস পায় এবং তিনি ধারাবাহিক কিডনির অসুখে ভুগতে থাকেন।

সানরাইজ ওভার দ্য রুফটপস, ১৯০৩, ন্যাশানালমিউজিয়াম, স্টকহোম

জ্যানসন টেকনিস্কা স্কোলানে (অধুনা কোনসফাক) ভরতি হন এবং এডওয়ার্ড পেরসেউস নামে এক চিত্রকরের অধীনে আঁকা শিখতে থাকেন। স্টকহোমে এই চিত্রকরের একটি বেসরকারি স্কুল ছিল। ১৮৮১ সালে জ্যানসনকে অ্যানটিক স্কুল অফ দ্য রয়্যাল সুইডিশ আকাদেমি অফ আর্টস-এ গ্রহণ করা হয়। কিন্তু প্যারিসে তাঁর সমসাময়িকদের ব্যাপারে শিক্ষা করার উপযুক্ত অর্থবল তাঁর ছিল না। তিনি স্টকহোমে থেকে যান। স্টকহোমই তাঁকে তাঁর ছবির খোরাক জোগায়। ১৯০০ সালে প্রথম তিনি নর্ডিক দেশগুলির বাইরে ভ্রমণ করেন। ততদিনে তিনি চিত্রকর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন এবং তাঁর আর্থিক অবস্থাও ভাল হতে শুরু করেছিল।

যৌবনে পেরসেউসের কাছে শিক্ষাগ্রহণের সময় তিনি পোর্ট্রেট আঁকা ও স্টিল লাইফ আঁকা শেখেন। কিন্তু পরে দেখেন যে, তাঁর শহরের ছবি আঁকতেই তাঁর বেশি ভাল লাগছে।

তিনি সারাজীবন দক্ষিণ স্টকহোমের একটি বাড়িতে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে বাস করেন। তাঁর বাড়ি থেকে রিডারজারডেন, গামলা স্টান ও মধ্য স্টকহোমের পুরোটাই দেখা যেত। এখানেই তিনি ১৮৯০-এর দশক থেকে ১৯০৪ সালের আগে আঁকা তাঁর স্টকহোমের নৈশ দৃশ্যগুলি আঁকেন। এই ছবিতে নীল রঙের ব্যবহার চোখে পড়ার মতো। শেষের দিকে তাঁর ছবিগুলি সরল ও বিমূর্ত হয়ে উঠেছিল।