খয়েরি-ডানা পাপিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Royesoye (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: খয়েরি-ডানা পাপিয়া বাংলাদেশে ১২ জাতের পাপিয়ার মধ্যে এটি সব...
(কোনও পার্থক্য নেই)

২২:২২, ২২ জুলাই ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

খয়েরি-ডানা পাপিয়া বাংলাদেশে ১২ জাতের পাপিয়ার মধ্যে এটি সবচেয়ে বড় পাখি।

বর্ষাকাল খয়েরি-ডানা পাপিয়ার প্রজননকাল। পাখিটি গোপনে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। বাংলাদেশে ১২ প্রজাতির পাপিয়ার সব কটিই আড়ালে থাকে, পোকা ধরে খায় এবং অপরের বাসায় ডিম পাড়ে। বউ-কথা-কও পাপিয়া, করুণ পাপিয়া ও পাকরা পাপিয়া লোকালয়ের কাছে আসে বলে অনেকে এদের কথা জানেন। কিন্তু বাকি নয় জাতের পাপিয়া সচরাচর বনে বাস করে বলে আমজনতার নজরে পড়ে না।

শুধু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতেই পাখিটি বাস করে। বাংলাদেশ ছাড়া মাত্র নয়টি দেশে এর দেখা মেলে। কিন্তু পাখিটি কোথায় স্থায়ী আর কোথায় পরিযায়ী, তা অনেকটা অজানা। শ্রীলঙ্কা, ভারত ও ভিয়েতনামের উত্তরাঞ্চলে সারা বছর এবং বাংলাদেশ, নেপাল ও তার পুবের পাঁচটি দেশে শুধু গ্রীষ্মে পাখিটিকে দেখা গেছে।

মে-আগস্ট মাসের প্রজনন-মৌসুমে বাংলাদেশে খয়েরি-ডানা পাপিয়ার দেখা মেলে। তার আগে-পরে মেলে না বলে ধরে নেয়া হয়, পাখিটি এ দেশে প্রজনন-পরিযায়ী।"পাখি: দুর্লভ খয়রাপাখ পাপিয়া", ইনাম আল হক | তারিখ: ২৩-০৭-২০১০

তথ্যসূত্র